টোকিয়ো, 31 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে মহিলা হকিতে জয় পেল ভারত ৷ পুল এ-র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল রানি রামপালের দল ৷ খেলার ফলাফল 4-3 ৷ জিইয়ে রইল কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা ৷
আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল দর্শকরা ৷ প্রথম কোয়ার্টার থেকে তুল্যমূল্য লড়াই চলল দুই দলে ৷ প্রথম কোয়ার্টারের 4 মিনিটেই এগিয়ে যায় ভারত ৷ গোল করেন বন্দনা কাতারিয়া ৷ তবে 15 মিনিটের মাথায় সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা ৷ গোল করেন ট্রায়ন ক্রিস্টি গ্লাসবি ৷
দ্বিতীয় কোয়ার্টারেও দারুণ লড়াই হল ৷ ম্যাচের 17 মিনিটে শট পেনাল্টি থেকে গোল করলেন বন্দনা কাতারিয়া ৷ এরপরও একাধিক গোল করার সুযোগ পায় ভারত ৷ কয়েকটি পেনাল্টি কর্নারও পায় ভারত ৷ তবে সেখান থেকে গোল তুলে নিতে ব্যর্থ হয় রানি রামপালের দল ৷ দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষ দিকে গোল করে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা ৷ এবার গোল করেন এরিন হান্টার ৷