পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo Olympics : মহিলা হকিতে দক্ষিণ আফ্রিকাকে 4-3 গোলে হারাল ভারত - ভারতীয় মহিলা হকি দল

দ্বিতীয় কোয়ার্টারেও দারুণ লড়াই হল ৷ ম্যাচের 17 মিনিটে শট পেনাল্টি থেকে গোল করলেন বন্দনা কাতারিয়া ৷ এরপরও একাধিক গোল করার সুযোগ পায় ভারত ৷ কয়েকটি পেনাল্টি কর্নারও পায় ৷ তবে সেখান থেকে গোল তুলে নিতে ব্যর্থ হয় রানি রামপালের দল ৷ দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষ দিকে গোল করে সমতায় ফের দক্ষিণ আফ্রিকা ৷ এবার গোল করেন এরিন হান্টার ৷

indian women hockey team
indian women hockey team

By

Published : Jul 31, 2021, 10:36 AM IST

Updated : Jul 31, 2021, 12:19 PM IST

টোকিয়ো, 31 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে মহিলা হকিতে জয় পেল ভারত ৷ পুল এ-র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল রানি রামপালের দল ৷ খেলার ফলাফল 4-3 ৷ জিইয়ে রইল কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা ৷

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল দর্শকরা ৷ প্রথম কোয়ার্টার থেকে তুল্যমূল্য লড়াই চলল দুই দলে ৷ প্রথম কোয়ার্টারের 4 মিনিটেই এগিয়ে যায় ভারত ৷ গোল করেন বন্দনা কাতারিয়া ৷ তবে 15 মিনিটের মাথায় সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা ৷ গোল করেন ট্রায়ন ক্রিস্টি গ্লাসবি ৷

দ্বিতীয় কোয়ার্টারেও দারুণ লড়াই হল ৷ ম্যাচের 17 মিনিটে শট পেনাল্টি থেকে গোল করলেন বন্দনা কাতারিয়া ৷ এরপরও একাধিক গোল করার সুযোগ পায় ভারত ৷ কয়েকটি পেনাল্টি কর্নারও পায় ভারত ৷ তবে সেখান থেকে গোল তুলে নিতে ব্যর্থ হয় রানি রামপালের দল ৷ দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষ দিকে গোল করে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা ৷ এবার গোল করেন এরিন হান্টার ৷

তৃতীয় কোয়ার্টারের শুরুতে গোল করে ফের এগিয়ে যায় ভারত ৷ ম্যাচের 32 মিনিটে উইমেন ইন ব্লুদের হয়ে গোল করেন নেহা নেহা ৷ তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই লিড ৷ মারাইস মারিজেনের গোলে ফের সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : ডিসকাস থ্রো-র ফাইনালে কমলপ্রীত, ছিটকে গেলেন সীমা

চতুর্থ কোয়ার্টারে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন বন্দনা কাতারিয়া ৷ ম্যাচের 49 মিনিটে কাতারিয়ার গোলে এগিয়ে যায় ভারত ৷ এরপর একাধিক চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা ৷ তবে ভারতের রক্ষণ ভাঙতে পারেনি তাঁরা ৷ শেষ পর্যন্ত 4-3 গোলে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত ৷ একই সঙ্গে জিইয়ে থাকে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ৷

Last Updated : Jul 31, 2021, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details