পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wimbledon : কোয়ার্টার ফাইনালে উঠে রেকর্ড ফেডেরারের, শেষ আটে জকোভিচও

পছন্দের ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে ফেডেরার যেন অশ্বমেধের ঘোড়া ৷ সোমবার শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিলেন 23তম বাছাই লরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে ৷ হাঁটুর বয়সী প্রতিপক্ষকে স্ট্রেট 7-5, 6-4, 6-2 উড়িয়ে উইম্বলডনের শেষ আটে পা রেখেছেন রজার ৷

Novak Djokovic & Roger Federer enter quarterfinal
Novak Djokovic & Roger Federer enter quarterfinal

By

Published : Jul 6, 2021, 7:08 AM IST

Updated : Jul 6, 2021, 9:10 AM IST

লন্ডন, 6 জুলাই : একমাস পরই 40-এ পা দেবেন ৷ তার আগে উইম্বলডনের মঞ্চে ইতিহাস গড়ে ফেললেন সুইস টেনিস তারকা রজার ফেডেরার ৷ বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে শতবর্ষ পুরানো গ্র্যান্ড স্ল্যামের আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ৷ আর তাতেই রেকর্ড গড়ে ফেললেন ৷ ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে শেষ আটে ওঠা টেনিস খেলোয়াড় এখন ফেডেরার ৷

পছন্দের ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে ফেডেরার যেন অশ্বমেধের ঘোড়া ৷ সোমবার শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিলেন 23তম বাছাই লরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে ৷ হাঁটুর বয়সী প্রতিপক্ষকে স্ট্রেট 7-5, 6-4, 6-2 উড়িয়ে উইম্বলডনের শেষ আটে পা রেখেছেন রজার ৷ 26 বছরের সোনেগোর বিরুদ্ধে জিততে মাত্র 2 ঘণ্টা 11 মিনিট সময় নিলেন ৷ উইম্বলডনের আসরে এই নিয়ে 18বার কোয়ার্টার ফাইনালে উঠলেন ফেডেরার ৷ সেন্টার কোর্টে ভিন্টেজ ফেডেরার শো দেখে মুগ্ধ টেনিসপ্রেমীরা ৷

আরও পড়ুন : Wimbledon : কোয়ার্টার ফাইনাল থেকেই সেন্টার কোর্টে একশো শতাংশ দর্শক

ঝড়ের গতিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ৷ প্রতিপক্ষ চিলির ক্রিশ্চিয়ান গারিনকে তিন সেটে 6-2, 6-4, 6-2 স্রেফ উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছেছেন নোভাক ৷ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে এটি তাঁর 12তম উপস্থিতি ৷ রজার ফেডেরার (18 বার) ও জিমি কনর্স (14বার) -এর পর তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশিবার উইম্বলডনের কোয়ার্টারে পা রাখলেন ৷ কেরিয়ারের 20তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নেমেছেন জকোভিচ ৷ জিততে পারলে সর্বোচ্চ ফেডেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি ৷

Last Updated : Jul 6, 2021, 9:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details