লন্ডন, 6 জুলাই : একমাস পরই 40-এ পা দেবেন ৷ তার আগে উইম্বলডনের মঞ্চে ইতিহাস গড়ে ফেললেন সুইস টেনিস তারকা রজার ফেডেরার ৷ বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে শতবর্ষ পুরানো গ্র্যান্ড স্ল্যামের আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ৷ আর তাতেই রেকর্ড গড়ে ফেললেন ৷ ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে শেষ আটে ওঠা টেনিস খেলোয়াড় এখন ফেডেরার ৷
পছন্দের ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে ফেডেরার যেন অশ্বমেধের ঘোড়া ৷ সোমবার শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিলেন 23তম বাছাই লরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে ৷ হাঁটুর বয়সী প্রতিপক্ষকে স্ট্রেট 7-5, 6-4, 6-2 উড়িয়ে উইম্বলডনের শেষ আটে পা রেখেছেন রজার ৷ 26 বছরের সোনেগোর বিরুদ্ধে জিততে মাত্র 2 ঘণ্টা 11 মিনিট সময় নিলেন ৷ উইম্বলডনের আসরে এই নিয়ে 18বার কোয়ার্টার ফাইনালে উঠলেন ফেডেরার ৷ সেন্টার কোর্টে ভিন্টেজ ফেডেরার শো দেখে মুগ্ধ টেনিসপ্রেমীরা ৷