নিউ ইয়র্ক, 8 সেপ্টেম্বর : প্রতিপক্ষকে তিন সেটের ম্যাচে উড়িয়ে us ওপেনের শেষ আটে উঠলেন সেরেনা উইলিয়ামস । মারিয়া সাককারী কে 6-3, 6-7(6), 6-3 ব্যবধানে হারিয়েছেন তিনি । ক্যারিয়ারের 24তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের থেকে আর তিন কদম দূরে সেরেনা ।
US ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা
এই জয়ের সঙ্গে রেকর্ডও গড়ে ফেলেছেন অ্যামেরিকান টেনিস তারকা ।
সেরেনার কাছে প্রথম সেটে হারের পর টাইব্রেক- এ দ্বিতীয় সেট 6-7(6) জিতে সেরেনাকে কোণঠাসা করার চেষ্টা করেন মারিয়া । তবে তৃতীয় তথা ম্যাচ নির্ধারণী সেট জিতে বাজিমাত করেন সেরেনা । আড়াই ঘন্টা ধরে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে । বুধবার শেষ আটের ম্যাচে ভিতনা পিরানকোভা র বিরুদ্ধে খেলবেন তিনি ।
এই জয়ের সঙ্গে রেকর্ডও গড়ে ফেলেছেন অ্যামেরিকান টেনিস তারকা । একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে আর্থার অ্যাশ স্টেডিয়ামে 100তম জয় পেলেন সেরেনা । পাশাপাশি এটি তাঁর 53তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল ।