টোকিয়ো, 24 জুলাই : টেনিসে সিঙ্গলসের প্রথম রাউন্ড জিতলেন ভারতের সুমিত নাগাল ৷ 25 বছর পর কোনও ভারতীয় অলিম্পিকসে টেনিস সিঙ্গলস বিভাগে জয় পেল ৷ 1996 সালে প্রথমবার টেনিস সিঙ্গলসে অলিম্পিকস পদক জিতেছিলেন লিয়েন্ডার পেজ ৷ লিয়েন্ডারের পর আর কোনও ভারতীয় টেনিস খেলোয়াড় অলিম্পিকসে সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পা রাখতে পারেননি ৷ 25 বছর পর অলিম্পিকসে জয়ের খরা কাটালেন সুমিত ৷
একেবারে শেষ মুহূর্তে অলিম্পিকসের ছাড়পত্র পেয়েছিলেন সুমিত নাগাল ৷ করোনার কারণে টেনিসে অনেকেই অলিম্পিকস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৷ সেই সুযোগে টোকিয়োর টিকিট পেয়ে যান সুমিত ৷ তড়িঘড়ি করে তাঁকে টোকিয়ো পাঠায় ভারতীয় টেনিস ফেডারেশন ৷ আজ পুরুষদের সিঙ্গলসের ম্যাচের প্রথম রাউন্ডে সুমিতের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিন ৷ প্রথম সেট 6-4 ব্যবধানে অনায়াসে জিতে যান ৷ দ্বিতীয় সেটে প্রতিপক্ষ কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় ৷ তৃতীয় সেট জিতে বাজিমাত করেন ৷ ম্যাচের ফলাফল 6-4, 6-7(6), 6-4 ৷