পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেন: ফেডেক্স ঝড়ে উড়ে গেলেন মিলম্যান

মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হন রজার ফেডেরার ও জন মিলম্যান ৷ 4 ঘণ্টা 3 মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে মিলম্যানকে হারান ফেডরার ৷

image
রজার ফেডরার

By

Published : Jan 24, 2020, 7:24 PM IST

Updated : Jan 25, 2020, 12:48 PM IST

মেলবোর্ন, 25 জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান জন মিলম্যান মুখোমুখি হয়েছিলেন 20টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেডেরার ৷ চার ঘণ্টার লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সুইস তারকা ৷ একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে 100তম ম্যাচও জিতলেন ফেডেরার ৷ বয়স বাড়লেও ধার কমেনি ফেডেক্সের । এই বয়সেও 4 ঘণ্টার লড়াই শেষে ছিনিয়ে নিচ্ছেন জয় ।

ম্যাচের শুরুটা অবশ্য হয়েছিল অঘটনের আশঙ্কা দিয়ে । 6-4 প্রথম সেট জিতে ইন্দ্রপতনের ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মিলম্যান ৷ পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াই 6-6 এর পর টাইব্রেকার । মিলম্যানের সঙ্গে সমানে টেক্কা দিয়ে ফেডেরার ছিনিয়ে নেন সেট।

তৃতীয় সেটে সোজাসুজি চালকের আসনে ফেডেরার । সমানে সমানে টক্কর হওয়ার পর মিলম্যানের সার্ভিস ব্রেক করে 6-4 এ সেট ছিনিয়ে নেন পুরুষদের সিঙ্গলসে সর্বোচ্চ স্ল্যাম জয়ী । চতুর্থ সেটে যখন ফেডেরার জয়ের জন্য ঝাঁপিয়ে ছিলেন । সেটের মাঝ পর্যায়ে ফেডেরারের সার্ভিস ব্রেক করে লিড নিয়ে নেয় মিলম্যান । এই সেটে আর ফিরত পারেননি ফেডেরার ।

ফেডারের ভক্তদের মনে খানিকটা আশঙ্কা জাগিয়েই শুরু হয় পঞ্চম সেটে । সাম্প্রতিক সময়ে এই পঞ্চম সেটেই বার বার ফুরিয়ে যাচ্ছেন সুইস তারকা । পঞ্চম সেটে পেন্ডুলামের দুলেছে ম্যাচের ভাগ্য । কেউ কারও সার্ভিস ব্রেক করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে ।

টাইব্রেকারের শুরুতেই ঝড় তোলেন মিলম্যান । প্রথমেই ছিনিয়ে নেন 3 পয়েন্ট । এর পর ফেডেরার জবাব দেন 2 পয়েন্ট নিয়ে । এর পর আবার 2 পয়েন্টের স্পেল । 5-2 এ এগিয়ে মিলম্যান । মিলম্যানের এসের পর ম্যাচ ভাগ্য অনেকই তাঁর নামে লিখে দিয়েছিলেন ।

ম্যাচ সেখানে শেষ হয়নি । দুই পয়েন্ট তুলে ব্যবধান 4-5 করেন ফেডেক্স । আবার লড়াইয়ের আভাস পেয়ে সিট আকড়ে বসা ফেডেরারের ভক্তদের হার্টবিট বাড়িয়ে 3 পয়েন্ট তুলে নেন মিলম্যান । 8-4 এএগিয়ে পরের রাউন্ডের স্বপ্নে বিভোর অজ়ি এসার বুঝতে পারেননি এর পর একটা ঝড় অপেক্ষা করছে।

ঝড়ই বটে । গোটা ম্যাচে যারা খুঁজছিলেন সেই ফেডেরার কে, যার মাখনে ছুরি চালানোর মত স্লাইস, তাবড় তাবড় তারকাকে মাটি ধরিয়ে ছিল । ম্যাচের অন্তিম-লগ্নে ফেডেরারকে পাওয়া গেল সেই খুনে মেজাজে । পর পর ছটি পয়েন্ট ছিনিয়ে সেটের পাশাপাশি ম্যাচটাই নিজের পকেটে পুরে নেন সুইস সুপারস্টার ।

চতুর্থ রাউন্ডে ফেডেরার প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুচোভিচ ৷ তৃতীয় রাউন্ডে অ্যামেরিকার টমি পলকে 6-1, 6-1 , 6-4 সেটে উড়িয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ফুচোভিচ ।

Last Updated : Jan 25, 2020, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details