পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফেডেরারকে স্পর্শ জকোভিচের

একই সঙ্গে রোল্যান্ড গ্যারোসে এটি জকোভিচের 70 তম জয় ৷ আর এই জয়ের ফলে তিনি ধরে ফেললেন ফরাসি ওপেনে দ্বিতীয় সর্বোচ্চ জয়ী রজার ফেডেরারকে ৷ এখন তাঁর সামনে শুধু স্পেনের তারকা রাফায়েল নাদাল ৷ তাঁর জয়ের সংখ্যা 95টি ৷

ফেডেরার রেকর্ড স্পর্শ জকোভিচের
ফেডেরার রেকর্ড স্পর্শ জকোভিচের

By

Published : Oct 2, 2020, 4:49 PM IST

প্যারিস, 2 অক্টোবর : ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছালেন বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ তিনি স্ট্রেট সেটে হারালেন লিথুয়ানিয়ান রিকার্ডাস বেরানকিসকে ৷ বৃহস্পতিবার সার্বিয়ান তারকা 1 ঘণ্টা 23 মিনিটের লড়াইয়ে বেরানকিসকে হারালেন 6-1, 6-2, 6-2 সেটে ৷

একই সঙ্গে রোল্যান্ড গ্যারোসে এটি জকোভিচের 70 তম জয় ৷ আর এই জয়ের ফলে তিনি ধরে ফেললেন ফরাসি ওপেনে দ্বিতীয় সর্বোচ্চ জয়ী রজার ফেডেরারকে ৷ এখন তাঁর সামনে শুধু স্পেনের তারকা রাফায়েল নাদাল ৷ তাঁর জয়ের সংখ্যা 95টি ৷

ম্যাচের পরে জকোভিচ বলেন, ‘‘অবশ্যই, প্রতিটি স্ল্যামের সঙ্গে এতগুলি ম্যাচ জেতা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ৷ এবং অবশ্যই এটি আমাকে গর্বিত করে, আমাকে আনন্দিত করে ৷ আমি সর্বদা গ্র্যান্ড স্ল্যামে আমার সেরা টেনিস খেলার লক্ষ্যে থাকি । আমি মনে করি ফেডেরার, নাদাল, গত 10, 15 বছরের সবচেয়ে বড় খেলোয়াড় ৷ কারণ সব সময় স্ল্যামে ওরা ওদের সেরা খেলাটা খেলতে চায় ৷’’

পরের ম্যাচেই বিশ্বের এক নম্বর চেনিস তারকা ফেডেরার রেকর্ড ভাঙতে চাইবেন ৷ পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ কলম্বিয়ান তারকা ড্যানিয়েল এলাহী গালান ৷

এই বিষয়ে জকোভিচ বলেন, ‘‘ সত্যি বলতে, আমি ওর সম্পর্কে খুব বেশি কিছু জানি না । আমি ওর বিরুদ্ধে কখনও খেলিনি ৷ সুতরাং আমি অবশ্যই তার ম্যাচগুলি ভিডিয়ো দেখব ৷ এবং আমার দলের সঙ্গে নিজেকে প্রস্তুত করব ৷ যাদের আগে দেখেনি সেই সব বিরোধীদের মুখোমুখি হওয়া সর্বদা চ্যালেঞ্জের ৷’’

ABOUT THE AUTHOR

...view details