প্যারিস, 1 জুন : সেরেনা উইলিয়ামস, বিলি জিন কিং, মার্টিনা নাভ্রাতিলোভাদের মতো টেনিস তারকাদের সমর্থন পেলেন নাওমি ওসাকা ৷ মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে চলতি ফরাসি ওপেন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন নাওমি ৷
মাত্র 23 বছরে বয়সে ঝুলিতে চার চারটি গ্র্যান্ড স্ল্য়াম ৷ জাপানি টেনিস তারকা নাওমি ওসাকার সীমাবদ্ধতা শুধু কোর্ট পর্যন্ত, এটা ভাবা ভুল ৷ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড নিয়ে টেনিস কোর্টে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন ৷ সেই নাওমির একটি সিদ্ধান্তে টেনিস বিশ্বে হইচই ৷ নিজের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফরাসি ওপেনে সাংবাদিক বৈঠকে অংশ নেননি ৷ নাওমির এই 'ঔদ্ধত্য' ভালো চোখে দেখেনি ঐতিহ্যশালী ফরাসি ওপেনের আয়োজকরা ৷ 15 হাজার আমেরিকান ডলার জরিমানা এবং গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে ওসাকাকে বহিষ্কার করার কথা বলেছিলেন ৷ তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন ওসাকা ৷ রোলাঁ গ্যারোঁ থেকে ওসাকার নাম প্রত্যাহার নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷
আরও পড়ুন : সাদা-কালো ফ্রেমে তেন্ডুলকর পরিবার, উপলক্ষটা কী ?
দীর্ঘ পোস্টে নাওমি জানিয়েছেন, 2018 সালের ইউএস ওপেন থেকে মানসিক অবসাদে ভুগছেন ৷ যে কারণে সংবাদমাধ্যম থেকে দূরে থাকতে চেয়েছিলেন ৷ নাওমির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে টেনিস সেরা মার্টিনা নাভ্রাতিলোভা লিখেছেন, "ওসাকার কথা ভেবে খুব খারাপ লাগছে ৷ আশা করি ও সুস্থ আছে ৷ অ্যাথলিটদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা শেখানো হয় ৷ মাঝেমধ্যে আবেগ সবকিছুকে ছাপিয়ে যায় ৷ এটা শুধুমাত্র সাংবাদিক বৈঠকে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে নয় ৷ নাওমির জন্য শুভেচ্ছা রইল ৷ আমরা সবাই তোমার পাশে আছি ৷"
এই বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের কটাক্ষ করে সেরেনা বলেছেন, "আমরা প্রত্যেকেই আলাদা মানুষ ৷ আলাদা ব্যক্তিত্ব ৷ সবাই সব বিষয়টা একভাবে সামলাতে পারে না ৷ আমার চামড়া মোটা তাই সংবাদমাধ্যমকে সামলাতে পারি ৷ অন্যদের চামড়া পাতলা ৷ আমি যদি ওকে একবার জড়িয়ে ধরতে পারতাম ভালো হত ৷ কারণ আমি জানি এইসময়ে ওর অনুভূতিটা কীরকম ৷" বিলি জিন কিং লিখেছেন, "অবসাদের সঙ্গে লড়াই করার কথা এভাবে প্রকাশ্যে এনে নাওমি ওসাকা সাহসিকতার পরিচয় দিয়েছেন ৷ ওঁকে সময় দেওয়া উচিত ৷ নাওমির জন্য শুভেচ্ছা রইল ৷"