দিল্লি, 28 জুলাই : পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ টাই খেলবে ভারত । 55 বছরে এই প্রথম সেদেশে খেলতে যাবে ভারতীয় টেনিস দল । সেপ্টেম্বরে ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসেনিয়া গ্রুপ-ওয়ানে এই টাই হবে বলে গতকাল জানায় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ।
AITA সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন, "ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব । এটা কোনও দ্বি-পাক্ষিক সিরিজ় নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ । সুতরাং এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না ।"
সম্প্রতি আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির চাপ সত্ত্বেও পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি কেন্দ্রীয় সরকার । তবে গত মাসে জানানো হয়, পাকিস্তানি অ্যাথলিটদের ভারতে কোনও ইভেন্টে যোগদানের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না ।
এদিকে পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত । ডেভিস কাপ টাইয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি ভারত । ছ'বারের সাক্ষাতে প্রতিবারই জিতেছে ভারতীয় টেনিস দল । ভারত-পাকিস্তান শেষবার ডেভিস কাপ টাই খেলেছিল 2006 সালে । সেবার মুম্বইয়ে পাকিস্তানকে 3-2 ব্যবধানে হারায় ভারত ।