নিউইয়র্ক, 12 সেপ্টেম্বর : ইউএস ওপেন মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন এমা রাদুকানু ৷ 53 বছর পর এমার হাত ধরে ইউএস ওপেনের ট্রফি এল ব্রিটেনের ঘরে ৷ ফাইনালে এমা পরাজিত করেন 19 বছর বয়সী কানাডার লেইলা ফার্নান্ডেজকে ৷ তাঁর পক্ষে ম্যাচের ফল 6-4, 6-3 ৷ তিনি প্রথম কোনও ব্রিটিশ মহিলা যিনি 44 বছর পর গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ৷ 18 বছর বয়সী এমার জয়ে উচ্ছ্বসিত ব্রিটেনের রানি এলিজাবেথ এমাকে শুভেচ্ছা জানান ৷
44 বছর পর প্রথম কোনও ব্রিটিশ মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি ৷ 150 তম স্থানাধিকারী এমা ফাইনালে পরাস্ত করেন 73 তম স্থানাধিকারী কানাডিয়ান তারকা লেইলা ফার্নান্ডেজকে ৷ 1977 সালে ভার্জিনিয়া ওয়াদের উইম্বলডন জয়ের পর সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতল ব্রিটেন ৷ 1968 সালের পর রাদুকানু প্রথম কোনও ব্রিটিশ মহিলা যিনি ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন ৷ সেরেনা উইলিয়ামসের পর রাদুকানু তরুণ মহিলা হিসেবে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন ৷ এর আগে 1999 সালে ইউএস ওপেনের ফাইনালে মার্টিনা হিঙ্গসকে পরাস্ত করেন 17 বছরের সেরেনা উইলিয়ামস ৷