প্যারিস, 13 জুন : মহিলাদের সিঙ্গলস খেতাব জেতার পর চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভার মুকুটে নতুন পালক ৷ ফ্রেঞ্চ ওপেনের মহিলাদের ডবলসে কাতেজিনা সিনিওকোভাকে সঙ্গী করে খেতাব জিতলেন তিনি ৷ একই সঙ্গে 2000 সালের পর প্রথম মহিলা হিসেবে ফরাসি ওপেনে সিঙ্গলস ও ডবলস খেতাব জিতলেন ৷ ডবলসে হারালেন পোল্যান্ডের ইগা সোয়াইতিক ও আমেরিকান বেথানি ম্যাটিকে হারালেন তাঁরা ৷ স্ট্রেট সেটে চেক জুটি হারালেন পোলিশ-আমেরিকান জুটিকে ৷ খেলার ফলাফল 6-4, 6-2 ৷
2000 সালে প্যারিস ওপেনে কানাডার মেরি পিয়াস দুই খেতাব জিতে নজির গড়েন ৷ ডবলসে তাঁর পার্টনার ছিলেন মার্টিনা হিঙ্গিস ৷ শনিবার তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার পর টেনিস ব়্যাঙ্কিংয়ে 15 নম্বর স্থানে উঠে আসবেন ৷ এবং একই সঙ্গে ডবলসে উঠে আসবেন 1 নম্বর স্থানে ৷ সোমবার প্রকাশিত হবে ব়্যাঙ্কিং ৷