পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SA vs SL : 'কিলার' মিলারের ব্যাটে প্রোটিয়াদের 'লঙ্কা জয়' - দক্ষিণ আফ্রিকা

অস্ট্রলিয়ার কাছে প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা ৷ তবে পরের দুটি ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়াল প্রোটিয়ারা ৷ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল তেম্বা বাভুমার দল ৷ দীর্ঘদিন পর ব্যাট হাতে দলকে জেতালেন 'কিলার মিলার' ৷ ওয়ানিন্দু হাসারঙ্গার হ্যাটট্রিকও জেতাতে পারল না শ্রীলঙ্কাকে ৷

SA vs SL
'কিলার' মিলারের ব্যাট প্রোটিয়াদের 'লঙ্ক জয়'

By

Published : Oct 30, 2021, 7:20 PM IST

Updated : Oct 30, 2021, 8:46 PM IST

শারজা, 30 অক্টোবর : সুপার 12-র প্রথম ম্যাচে অস্ট্রলিয়ার কাছে হারলেও পরের দুটি ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা ৷ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পথে একধাপ এগিয়ে গেল প্রোটিয়াবাহিনী ৷ দীর্ঘদিন পর ব্যাট হাতে দলকে জেতালেন 'কিলার মিলার' ৷

শারজায় বাইশ গজে বোলারদের দাপট অব্যাহত ৷ আইপিএলের পর বিশ্বকাপেও শারজার মন্থর পিচে ছড়ি ঘোরাচ্ছেন বোলাররা ৷ শনিবারও তার ব্যতিক্রম হয়নি ৷ দুই দলের ব্যাটাররা সমস্যায় পড়লেন। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা হ্যাটট্রিক করলেও দলকে জেতাতে পারলেন না ৷ ছ'নম্বরে ব্যাট করতে নেমে ডেভিড মিলারের ঝোড়ো ইনিংসে চার উইকেটে ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী ৷ 13 বলে দুই ছক্কায় 23 রানে অপরাজিত থাকেন মিলার ৷

প্রোটিয়াদের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল 15 রান ৷ লাহিরু কুমারার ওভারের প্রথম বলে সিঙ্গলস নিয়ে মিলারকে স্ট্রাইক দেন কাগিসো রাবাদা ৷ দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের দোরগোড়ার পৌঁছে দেন মিলার ৷ পরের বলে এক রান নিয়ে রাবাদাকে ফের স্ট্রাইক দেন তিনি ৷ পঞ্চম ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে দলকে জয়ে এনে দেন রাবাদা ৷ 7 বলে একটি ছয় ও একটি বাউন্ডারি-সহ 13 রান করেন ৷

আরও পড়ুন : শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন বিরাট

তবে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা ৷ 46 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷ হাসারঙ্গার হ্যাটট্রিকে ম্যাচে ফিরেছিল শ্রীলঙ্কা ৷ নিজের তৃতীয় ওভারের শেষ ডেলিভারি এবং চতুর্থ ওভারের প্রথম ও দ্বিতীয় ডেলিভারিতে যথাক্রমে আদিয়েন মার্করাম, তেম্বা বাভুমা ও প্রিটোরিয়াসকে ডাগ-আউটে ফিরিয়ে চলতি বিশ্বকাপ প্রথম হ্যাটট্রিক করেন হাসারঙ্গা৷ 4 ওভারে মাত্র 20 রান দিয়ে তিনটি উইকেট নেন ৷ এছাড়া দুষ্মন্ত চামিরা 4 ওভারে 27 রান দিয়ে 2টি উইকেট নেন ৷

Last Updated : Oct 30, 2021, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details