আবুধাবি, 2 নভেম্বর : সুপার 12-র প্রথম তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচেও বাংলাদেশ ব্যাটিংয়ের ভরাডুবি ৷ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে মাত্র 84 রানে শেষ হয়ে গেল টাইগার্সদের ইনিংস ৷ 20 ওভার পুরো খেলতে পারেনি মাহমুদুল্লাহের দল ৷ বাংলাদেশর মাত্র তিন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন ৷ বল হাতে ভয়ঙ্কর ছিলেন কাগিসো রাবাদা ও আনরিখ নর্টজে ৷
কোয়ালিফায়ারে ভাল পারফরম্যান্স করে মূলপর্বের ছাড়পত্র পেলেও সুপার 12-র প্রথম তিন ম্যাচ হেরে সেমিফাইনাল থেকে কার্যত ছিটকে গিয়েছে বাংলাদেশ ৷ মঙ্গলবার চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হারের ভ্রুকুটি টাইগার্সের ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ৷