পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BAN vs SA : প্রোটিয়াদের বিরুদ্ধে 84 রানে গুটিয়ে গেল বাংলাদেশ

কাগিসো রাবাদা ও আনরিখ নর্টজের দুরন্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে গেল বাংলাদেশি ইনিংস ৷ টাইগার্স ইনিংসের সর্বোচ্চ স্কোর মেহেদি হাসানের 27 রান ৷ 3.2 ওভারে মাত্র 8 রান দিয়ে তিন উইকেট নেন নর্টজে ৷

BAN vs SA
প্রোটয়াদের বিরুদ্ধে 84 রানে গুটিয়ে গেল বাংলাদেশ

By

Published : Nov 2, 2021, 5:27 PM IST

Updated : Nov 2, 2021, 5:49 PM IST

আবুধাবি, 2 নভেম্বর : সুপার 12-র প্রথম তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচেও বাংলাদেশ ব্যাটিংয়ের ভরাডুবি ৷ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে মাত্র 84 রানে শেষ হয়ে গেল টাইগার্সদের ইনিংস ৷ 20 ওভার পুরো খেলতে পারেনি মাহমুদুল্লাহের দল ৷ বাংলাদেশর মাত্র তিন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন ৷ বল হাতে ভয়ঙ্কর ছিলেন কাগিসো রাবাদা ও আনরিখ নর্টজে ৷

কোয়ালিফায়ারে ভাল পারফরম্যান্স করে মূলপর্বের ছাড়পত্র পেলেও সুপার 12-র প্রথম তিন ম্যাচ হেরে সেমিফাইনাল থেকে কার্যত ছিটকে গিয়েছে বাংলাদেশ ৷ মঙ্গলবার চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হারের ভ্রুকুটি টাইগার্সের ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ৷

অধিনায়কের সিদ্ধান্তকে পুরোপুরি কাজে লাগিয়ে বাংলাদেশকে অল্প রানে বেঁধে রাখেন প্রোটিয়া বোলাররা ৷ শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে একশো রানের গণ্ডি ছুঁতে পারেনি বাংলাদেশ ৷ 18.2 ওভারে মাত্র 84 রানে থেমে যায় টাইগার্সরা ৷ সর্বোচ্চ স্কোর 8 নম্বরে নামা মেহেদি হাসানের ৷ দ্বিতীয় সর্বোচ্চ 24 রান করেন লিটন দাস ৷ এছাড়া 11 রান করেন শামিম হোসেন ৷

আরও পড়ুন :নতুন বছরে বাইশ গজে ফিরছেন যুবরাজ

নর্টজের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা ৷ 3.2 ওভারে মাত্র 8 রান খরচ করে 3টি উইকেট তুলে নেন তিনি ৷ আর রাবাদা 2 ওভারে 20 রান দিয়ে নেন তিন উইকেট ৷ এর আগে সুপার 12-র প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ ৷

Last Updated : Nov 2, 2021, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details