নয়াদিল্লি, 18 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার স্বৈরাচারিতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন, অলিম্পিয়ান বজরং পুনিয়া (Olympian Bajrang Punia ) ৷ জানালেন, কেন তাঁরা রেসলিং সংস্থার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসেছেন সে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করবেন ৷ সেখানেই রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে সব তথ্য তাঁরা জানাবেন ৷ উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগত-সহ একাধিক খেলোয়াড় ৷
অবস্থান বিক্ষোভে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগত তাঁদের অভিযোগ স্বেচ্ছাচারী বিধি ও নির্দেশিকা চাপিয়ে দিয়ে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া কুস্তিগীরদের হেনস্থা (Harassment of wrestlers) করছে বলে অভিযোগ করেছেন ৷ আর সেই নিয়েই বজরং পুনিয়া জানিয়েছেন, কুস্তিগীররা এই স্বেচ্ছাচারিতা বরদাস্ত করবে না ৷ ফেডেরেশনের আসল মুখোশ তাঁরা খুলে দেবেন দেশের সামনে ৷ তাঁদের অভিযোগ, খেলা এবং খেলোয়াড়দের উপরে নিজেদের স্বেচ্ছাচরিতা চালানো চেষ্টা করছে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া ৷
যন্তর মন্তরে বিক্ষোভে ভারতীয় কুস্তিগীররা প্রসঙ্গত, এই বিক্ষোভে অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের মতো কুস্তিগীররা অংশ নিয়েছেন ৷ ফলে ফেডেরেশনের বিরুদ্ধে এই বিক্ষোভের বিষয়টি বড় আকার ধারণ করেছে ৷ এমনকি প্রথম মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত, যিনি এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস দুই টুর্নামেন্টেই সোনার পদক জিতেছেন তিনিও এনিয়ে সরব হয়েছেন ৷ তিনি রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন ৷ এনিয়ে সোশাল মিডিয়ায় একটি টুইটও করেছেন তিনি ৷
আরও পড়ুন:ডোপ পরীক্ষায় পজিটিভ ভারতীয় স্প্রিন্টার, সাময়িক নির্বাসিত দ্যুতি চাঁদ
ভিনেশ ফোগত টুইটে লিখেছেন, ‘‘খেলোয়াড়রা নিজেদের সম্মান চান এবং সেই সঙ্গে অলিম্পিক্স এবং অন্য বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুতি চান ৷ কিন্তু, ফেডেরেশন তাঁদের সমর্থন করছে না ৷ তাঁদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে ৷ কিন্তু, এবার আমরা আর মাথানত করব না ৷ আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব ৷’’ উল্লেখ্য, ফেডেরেশনের তরফে একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, প্রত্যেক কুস্তিগীরকে ট্রায়ালে আসতে বলা হয়েছে ৷ তাঁদের নাম, যশ এবং পদ নির্বিশেষে ৷ সেই কারণেই এই বিক্ষোভ দেখানো হয়ে থাকতে পারে ৷