পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wrestlers Meet Anurag Thakur: ফের আলোচনার টেবিলে কুস্তিগীররা, অনুরাগের বাড়িতে ভিনেশ-বজরংরা - Rakesh Tikait

অনুরাগ ঠাকুরের বাড়িতে দ্বিতীয়বার বৈঠকের জন্য গেলেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ কেন্দ্রীয় মন্ত্রীর আমন্ত্রণে এই বৈঠক অংশ নিয়েছেন তাঁরা ৷

Wrestlers Meet with Anurag Thakur ETV BHARAT
Wrestlers Meet with Anurag Thakur

By

Published : Jun 7, 2023, 12:40 PM IST

Updated : Jun 7, 2023, 1:07 PM IST

নয়াদিল্লি, 7 জুন: আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে আরও একবার আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ সেই প্রস্তাবে সায় দিয়ে বুধবার বেলা সাড়ে 11টা নাগাদ দিল্লিতে অনুরাগ ঠাকুরের বাসভবনে পৌঁছালেন সাক্ষী মালিক, বজরুং পুনিয়া এবং ভিনেশ ফোগতরা ৷ এদিন সবার আগে সাক্ষী এবং তাঁর স্বামী সত্যব্রত কাদিয়ান সেখানে পৌঁছান ৷ এরপর বজরং পুনিয়াকে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে ঢুকতে দেখা যায় ৷ তবে, কৃষক নেতা রাকেশ টিকায়েত কুস্তিগীরদের সঙ্গে অনুরাগ ঠাকুরের বাড়িতে যাননি ৷ শোনা গিয়েছিল রাকেশও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গিয়েছেন। পরে সংবাদসংস্থা এএনআই সেই দাবি খারিজ করে।

গতকাল রাত সাড়ে 12টা নাগাদ অনুরাগ ঠাকুর একটি টুইট করেন ৷ সেখানে ফের একবার তিনি কুস্তিগীরদের আলোচনার জন্য আমন্ত্রণ জানান ৷ তিনি বলেন, "সরকার কুস্তিগীরদের সঙ্গে তাঁদের সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করতে আগ্রহী ৷ আমি আবারও কুস্তিগীরদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ৷" অনুরাগ ঠাকুরের সেই টুইটের পর, আজ সকাল থেকেও এ নিয়ে জোর চর্চা চলছিল যে, কবে দেখা করবেন কুস্তিগীররা ৷ তবে, বেশিক্ষণ এর জন্য অপেক্ষা করতে হয়নি ৷ সকালেই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে নিজেদের দাবি নিয়ে দ্বিতীয়বার আলোচনার টেবিলে গেলেন বজরং পুনিয়ারা ৷

আরও পড়ুন:ব্রিজ ভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়াকে সন্তোষজনক বললেন পাওয়ার

উল্লেখ্য, এ বছরের শুরু দিকে প্রথম যখন কুস্তিগীররা আন্দোলন শুরু করেছিলেন, সেই সময় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেছিলেন সাক্ষী-ভিনেশ-বজরংরা ৷ সেই সময় প্রাক্তন অ্যাথলিট এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় ৷ সেই কমিটির তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছিলেন কুস্তিগীররা ৷

আরও পড়ুন:সাক্ষী-বজরংদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় কেন্দ্র, প্রস্তাব দিলেন অনুরাগ

তাঁদের অভিযোগ ছিল, কমিটি গঠন করার পর ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত সেভাবে এগোয়নি ৷ এমনকী তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি বলে অভিযোগ করেন কুস্তিগীরা ৷ যার প্রতিবাদে পুনরায় গত 24 এপ্রিল থেকে ফের আন্দোলন শুরু করেন সাক্ষী মালিকরা ৷ যে আন্দোলনকে গত 28 মে জোর করে যন্তর মন্তর থেকে তুলে দেয় পুলিশ ৷ যার পরবর্তী সময়ে কেন্দ্রের ভূমিকা এবং ব্রিজভূষণের বিরদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷

Last Updated : Jun 7, 2023, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details