নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতা দিবসের দিনে অসাধারণ সাফল্য ভারতের চার দাবাড়ুর ৷ ফিডে বিশ্বকাপ 2023-এর কোয়ার্টার-ফাইনালে উঠেছেন তাঁরা ৷ এই অসাধারণ প্রাপ্তিতে, চার দাবাড়ুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় চেজ মাস্টার বিশ্বনাথন আনন্দ ৷ জানালেন, ভারতীয় দাবার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এটি ৷ ডি গুকেশ, আর প্রজ্ঞানান্ধা, অর্জুন এরিগাইসি এবং বিদিত গুজরাতি আজারবাইজানের বাকুকে আয়োজিত বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছেন ৷
চেজ ডটকমের শেয়ার করা একটি ভিডিয়োতে বিশ্বনাথন আনন্দকে বলতে শোনা গিয়েছে, ‘‘এটা ভারতীয় দাবার জন্য ঐতিহাসিক মুহূর্ত ৷ কারণ আমাদের দেশের দাবা ভালো খেলোয়াড়দের হাতে রয়েছে ৷ এখানে একাধিক খেলোয়াড় খেলছেন ৷ যাঁরা সবাই খুব ভালো ৷ বলতে গেলে তাঁরা ফাইনাল খেলার জন্য একেবারে উপযোগী ৷’’ ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ নিজে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ৷ আর সেই জায়গা থেকে তিনি মনে করেন, অল্পবয়সি খেলোয়াড়রা ভারতকে ‘ভালো সময়’-এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ৷
তিনি এও বলেন, ‘‘আমি আশা করেছিলাম যে, অন্তত এক বা দু’জন, কেবল পরিসংখ্যানগতভাবে, কোয়ার্টার ফাইনালে উঠবেন ৷ কিন্তু, তাঁদের মধ্যে 4 জন কোয়ার্টার-ফাইনালে উঠতে পেরেছেন ৷ তাই এটা ভারতীয় দাবার জন্য খুশির সময় ৷ আর আমি নিজেও খুব খুশি ৷’’