নয়াদিল্লি, 15 অগস্ট: এশিয়ান গেমসে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ 2018 এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগীর মঙ্গলবার জানিয়েছেন, হাঁটুর চোটের কারণে তিনি চিনের হ্যাংজুতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না ৷ এর ফলে এশিয়ান গেমসে মহিলা কুস্তিগীরদের দলে অন্তিম পংঘাল দলে এলেন ৷ উল্লেখ্য, রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ভিনেশ ফোগতকে সরাসরি এবারের এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করেছিলেন ৷ যা নিয়ে একাংশ কুস্তিগীর প্রতিবাদ জানিয়েছিলেন ৷
ভিনেশ ফোগত তাঁর টুইটারে জানিয়েছেন, গত 13 অগস্ট তিনি অনুশীলনের সময় হাঁটুতে চোট পান ৷ যার ফলে আগামী 17 অগস্ট মুম্বইতে তাঁর হাঁটুর অস্ত্রোপচার রয়েছে ৷ সেই কারণে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ৷ এমনকি এও শোনা যাচ্ছে আগামী মাসে অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টেও খেলতে পারবেন না ভিনেশ ফোগত ৷ এই টুর্নামেন্টের ট্রায়াল আগামী সপ্তাহে 25-26 অগস্ট পাতিয়ালায় হবে ৷