হো চি মিন সিটি, 27 সেপ্টেম্বর:ভিয়েতনামে ভারতীয় দলের ভরাডুবি । মঙ্গলবার হো চি মিন সিটির থং নাহাত স্টেডিয়ামে ভিয়েতনামের বিরুদ্ধে 3-0 গোলে পরাজিত সুনীল ছেত্রীরা । এই হারের ফলে হাং থিন টুর্নামেন্টের (Hung Thinh friendly tournament) দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারাল ইগর স্টিম্যাচের দল । সিঙ্গাপুরের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করার পরে ভিয়েতনামের বিরুদ্ধে 3 গোলে পরাজয় ।
প্রথম ম্যাচে হারের পর মনে করা হয়েছিল ভারতীয় দল ঘুরে দাঁড়াবে । কিন্তু তেকাঠির নীচে এদিন গুরপ্রীত সিং সান্ধু অপ্রতিরোধ্য না-হলে হারের ব্যবধান আরও বাড়ত । প্রথম দশ মিনিটেই পিছিয়ে পড়ে ভারত । ফিফা তালিকায় 97 নম্বরে থাকা ভিয়েতনামের হয়ে প্রথম গোল ফ্যান ভান ডুকের । সিঙ্গাপুর ম্যাচের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেছিলেন স্টিম্যাচ । কিন্তু প্রতিপক্ষের গতির কাছে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারতীয় দল ।