পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Russia in Paris Olympics: প্রেমের শহরে নিষিদ্ধ হোক হিংসা ! প্যারিস অলিম্পিক্সে রাশিয়াকে বয়কটের আর্জি ইউক্রেনের - Paris Olympics 2024

ক্রমশ কোণঠাসা হচ্ছে রাশিয়া । পুতিনের দেশকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়েছে একের পর এক সংস্থা, দেশ ৷ এবার 2024 প্যারিস অলিম্পিক্সে রাশিয়াকে ব্রাত্য করার আর্জি নিয়ে দরবার করল কিভ (Ukraine steps up efforts to exclude Russia from Olympics) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 4, 2023, 12:41 PM IST

কিভ, 4 ফেব্রুয়ারি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Ukraine-Russia War) একবছর হতে বাকি মাত্র হাতে গোণা কয়েকটা দিন । ইতিমধ্যেই প্রাণ গিয়েছে প্রায় 42 হাজার মানুষের। ক্ষয়ক্ষতির পরিমাণ অগুন্তি । এখনও ক্ষান্ত হয়নি রাশিয়া । ক্রমাগত চলছে গোলাবর্ষণ । তার জেরে প্রাণহানীও ঘটছে অহরহ । তবে এরইমধ্যে কোণঠাসা হচ্ছে পুতিনের দেশ ৷ রুশ বাহিনী প্রতিরোধে শুধু ইউক্রেনের নাগরিকরাই রাস্তায় নামেননি, তাতে কাঁধ মিলিয়েছে গোটা বিশ্বও ৷ রাস্তায় না-নেমেও রাশিয়াকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে একের পর এক সংস্থা, দেশ (Ukraine steps up efforts to exclude Russia from Olympics) ৷

আন্তর্জাতিক মহলে শুধু নয়, বিশ্বের ক্রীড়াজগতেও ক্রমশ চাপ বাড়ছে রাশিয়ার উপর ৷ অলিম্পিক্স কমিটি, ফিফা-সহ একাধিক সংস্থা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ উইম্বলডন, দাবা অলিম্পিয়াডেও অংশ নিতে পারেনি রাশিয়া-বেলারুশের প্রতিনিধিরা । তারমধ্যেই ফের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শরণাপন্ন হল ভলোদিমির জেলেনস্কির দেশ । কিভের দাবি, আগামী বছরের জুলাইতে প্যারিসে বসবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের আসর । তাতে নিষিদ্ধ ঘোষণা করা হোক রাশিয়াকে ।

জানা গিয়েছে, আগামী দু'মাসের মধ্যে বিশ্বের ক্রীড়া কর্মকর্তাদের রাজি করানোর সংকল্প নিয়েছে ইউক্রেন । ইতিমধ্যেই অলিম্পিক্স কমিটির সদস্যরা সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ান ও বেলারুশিয়ান ক্রীড়াবিদদের অংশগ্রহণ বয়কটের পক্ষে ভোট দিয়েছেন । 2024 প্যারিস অলিম্পিক্সেও সেই নিষেধাজ্ঞাই বহাল রাখার চেষ্টা চালানো হচ্ছে । একই সঙ্গে, নিজেদের পুতিন বিরোধী ঘোষণা করলে নিরপেক্ষ প্রতিযোগী হিসেবেও অলিম্পিক্সে নামতে পারবেন রাশিয়া-বেলারুশের প্রতিযোগীরা ।

আরও পড়ুন: ফিডের নিষেধাজ্ঞা, দাবা অলিম্পিয়াডে নেই কাসপারভ-কারপভের দেশ

ABOUT THE AUTHOR

...view details