পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টোকিয়ো অলিম্পিক ভিলেজে করোনা আক্রান্ত 2 অ্যাথলিট - Tokyo

শনিবারের পর আজ আবারও দু'জন অ্যাথলিটের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি ৷ গতকাল, যাঁর শরীরে ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল তিনি অ্যথলিট নন বলে জানিয়েছিল আয়োজক সংস্থা ৷

tokyo
টোকিয়ো অলিম্পিক ভিলেজে অ্যাথলিটের শরীরে করোনার উপস্থিতি

By

Published : Jul 18, 2021, 9:49 AM IST

টোকিয়ো, 18 জুলাই : বিশ্বজুড়ে চলছে করোনা সংক্রমণ ৷ ইতিমধ্যেই দ্বিতীয় ঢেউ চলছে ৷ অগস্টের শেষে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের ৷ এই পরিস্থিতিতে শনিবারের পর আজ আবারও অলিম্পিক ভিলেজে দু'জন অ্যাথলিটের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি ৷ হাতে গোনা আর কয়েকদিন বাকি অলিম্পিক শুরু হতে ৷ এই পরিস্থিতিতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে অলিম্পিক আয়োজকদের কপালে ৷

শনিবারও একজনের শরীরে ধরা পড়েছিল করোনা ভাইরাসের উপস্থিতি ৷ তবে সেই সংক্রামিত ব্যক্তি "নন-অ্যাথলিট" বলেই জানিয়েছিল অলিম্পিক আয়োজক সংস্থা ৷ তবে আজ যাঁদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে , তাঁরা অ্যাথলিট ৷

আরও পড়ুন: টোকিয়োয় অলিম্পিক ভিলেজে প্রথম করোনাভাইরাস সংক্রমণ, জানাল আয়োজক সংস্থা

আগামী 23 জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস ৷ করোনা সংক্রমণ প্রতিরোধে টোকিয়োতে জরুরি অবস্থা জারি থাকছে অলিম্পিক গেমসের সময় ৷ ফলে দর্শক শূন্য মাঠেই খেলা হবে ৷ তা সত্ত্বেও কোনওভাবেই রোখা যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ ৷ খেলা চলাকালীন মেনে চলতে হবে বেশকিছু বিধি-নিষেধ ৷

ABOUT THE AUTHOR

...view details