ওয়াশিংটন, 13 মার্চ : অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার দাবি জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে কোরোনা আতঙ্ক । দর্শকশূন্য ফাঁকা গ্যালারিতে দা গ্রেটেস্ট শো অন দা আর্থ হওয়ার জন্য উপযুক্ত নয় । তাই আয়োজকদের কাছে এক বছর অলিম্পিক পিছিয়ে দেওয়ার দাবি করলেন ট্রাম্প ।
2020 জুলাই মাসে জাপানের টোকিওতে অলিম্পিকের আসর বসার কথা । কিন্তু মহামারির আকার ধারণ করেছে কোরোনা ভাইরাস । বিশ্বজুড়ে তার প্রভাব পড়েছে । ফলে আগামী জুলাইয়ে অলিম্পিকের আসর বসানো নিয়ে সংশয়ে আয়োজকরা । এমন সময়ই অ্যামেরিকান প্রেসিডেন্টের বার্তা ।