টোকিয়ো, 23 জুলাই : অলিম্পিকসের বাছাইপর্বে ব্যক্তিগত বিভাগের র্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করেছেন দীপিকা কুমারী ৷ বিশ্বের এক নম্বর মহিলা তিরন্দাজ ভারতীয়দের স্বস্তি দিলেও হতাশাজনক পারফরম্যান্স পুরুষ তিরন্দাজদের ৷ বাছাইপর্বে ছেলেদের র্যাঙ্কিং রাউন্ডের প্রথম তিরিশে রইলেন না কোনও ভারতীয় ৷ বাছাইপর্বে ভারতীয়রা সর্বোচ্চ 31তম স্থান পেয়েছে ৷ বঙ্গ সন্তান অতনু দাসের পারফরম্যান্স আরও হতাশাজনক ৷ তিনি 35তম স্থানে শেষ করেছেন ৷
আজ সকালে তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত বিভাগে নামেন অতনু দাস, প্রবীণ যাদব এবং তরুণদীপ রাই ৷ শুরুটা ভাল করলেও ক্রমশ পিছিয়ে পড়েন অতনু ৷ তিরন্দাজির ছেলেদের র্যাঙ্কিং রাউন্ডে প্রবীণ যাদব শেষ করেছেন 31তম স্থানে ৷ অতনু দাস ও তরুণদীপ রাই 35তম ও 37তম স্থানে শেষ করেছেন ৷ 72টি তিরে ছুড়ে প্রবীণের পয়েন্ট 656 ৷ অতনু দাসের পয়েন্ট 653 এবং তরুণদীপ রাই শেষ করেছেন 652 পয়েন্টে ৷ টোকিয়ো অলিম্পিকসের প্রথম দিনটা বেশ চ্যালেঞ্জিং হয়ে রইল বাংলার ছেলে অতনুর কাছে ৷ গোটা ইভেন্ট জুড়ে লিডারবোর্ডে চড়াই উতরাই দেখলেন তিনি ৷