কলকাতা, 20 জুলাই : টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় প্যাডলারদের স্বপ্নপূরণ হতে পারে ৷ বলছেন কোচ সৌম্যদীপ রায় । অলিম্পিকসে এখনও পর্যন্ত পদকের মুখ দেখেননি ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়রা ৷ এবার যে দল টোকিয়োয় গিয়েছে, তাঁদের নিয়ে অগাধ আশা কোচ সৌম্যদীপের ৷ সুতীর্থা মুখোপাধ্যায়, মণিকা বাত্রারা পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করবেন ৷ আশায় কোচ সৌম্যদীপ রায় ৷
ইতিমধ্যে ভারতীয় টেবিল টেনিস দল টোকিয়ো পৌঁছে গিয়েছে । শরথ কমল, মণিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়রা আপাতত বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন । প্রতিটি বিদেশ সফরে করোনা পরীক্ষা এবং স্বেচ্ছা নির্বাসন বাধ্যতামূলক । তারপর গেমস ভিলেজে করোনা আক্রান্ত ধরা পড়ায় বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে । সৌম্যদীপ বলেছেন, "স্বেচ্ছা নির্বাসন বাধ্যতামূলক । জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে । তবে অলিম্পিকসের আগে অনুশীলন জরুরি তাই এখানে নিয়মটা একটু আলাদা । নিজের দেশের প্রতিযোগীর সঙ্গে দেখা করে অনুশীলন করার সুযোগ থাকছে । কঠিন পরিস্থিতির মধ্যে অলিম্পিকসের মতো বৃহত্তম প্রতিযোগিতায় অংশ নিতে এসে এটুকু মানিয়ে নিতেই হবে ৷"
তবে এই ব্যবস্থায় হাঁপিয়ে ওঠা স্বাভাবিক । কিন্তু সুতীর্থা, মণিকাদের কোচ বলছেন, "ভারতীয়রা প্রতিকূলতার সামলেই এগিয়ে যায় । অন্যান্যদের এই ধরনের প্রতিকূলতা সামলাতে হয় না বলে সমস্যায় পড়ে । এবছর আমরা অনেক বেশি তৈরি ।" টোকিয়োতে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন । সোনিপথে নিবিড় অনুশীলন করে তবেই টোকিয়োর বিমান ধরেছেন তাঁরা ।