পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Satish Kumar : কপালে-চিবুকে চোট, সতীশের লড়াইয়ে ভারতীয় সেনার মনোবলের পরিচয় পেল বিশ্ব

ভারতীয় সেনার জুনিয়র কমিশন্ড অফিসার হলেন সুবেদার মেজর সতীশ কুমার যাদব ৷ দেশের সুরক্ষার টোকিয়ো অলিম্পিকসে বক্সিংয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে যান সতীশ ৷ কিন্তু পদক জয়ের দোরগোড়া থেকে তাঁকে ফিরতে হল ৷ তবে চোট নিয়েও তাঁর খেলার প্রশংসা করেছেন সবাই ৷

By

Published : Aug 1, 2021, 1:18 PM IST

Satish Kumar
Satish Kumar

টোকিয়ো, 1 অগস্ট : বিষয়টি দেশের সুরক্ষার হোক বা বক্সিং রিং ৷ প্রতিপক্ষকে মাত দিতে শারীরিক শক্তির সঙ্গে লাগে মানসিক দৃঢ়তাও ৷ টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে এক ভারতীয় সেনার মনোবল দেখল ক্রীড়া বিশ্ব ৷ কপালে সাতটি স্টিচ, চোখের নিচে ক্ষত নিয়ে কোয়ার্টার ফাইনালে লড়াই করলেন বক্সার সতীশ কুমার ৷ হেরে গেলেন বটে ৷ কিন্তু তাঁর সাহস ও কঠিন মানসিকতা মুগ্ধ করল দেশবাসীকে ৷ চোটের কারণে পদক জয়ের সুযোগ হারালেও নেটিজেনদের কুর্নিশ আদায় করে নিলেন বক্সার সতীশ কুমার ৷

ভারতীয় সেনার জুনিয়র কমিশন্ড অফিসার সুবেদার মেজর সতীশ কুমার যাদব ৷ 6 ফুট 2 ইঞ্চির 32 বছরের সতীশ উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ৷ বক্সিং তাঁর নেশা ৷ 2014 সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন সতীশ ৷ সেই বক্সিং তাঁকে অলিম্পিকসের টিকিট জোগাড় করে দেয় ৷ 91 কেজি সুপার হেভিওয়েট বক্সিংয়ে এই প্রথম কোনও ভারতীয় বক্সার অংশ নেয় ৷ টোকিয়োয় দেশের অন্যান্য পুরুষ বক্সাররা যখন চূড়ান্ত ব্যর্থ তখন প্রথমবারই পদক জয়ের আশা জুগিয়েছিলেন সতীশ ৷ সুপার হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিলেন ৷

কিন্তু প্রি কোয়ার্টারের ম্যাচে জামাইকার রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে বেশ চোট পান সতীশ ৷ কপালে, চিবুকে, চোখের নিচে মারাত্মক চোট পান ৷ কপালে চিবুকে সাতটি স্টিচ করতে হয় ৷ চোখে ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না ৷ কোয়ার্টার ফাইনালে সতীশের রিংয়ে নামা অনিশ্চিত ছিল গতকাল পর্যন্ত ৷ কিন্তু এভাবে লড়াইয়ের ময়দান ছাড়তে চাননি সুবেদার মেজর সতীশ কুমার ৷ শেষ আটে সতীশের প্রতিপক্ষ ছিলেন উজবেকিস্তানের বক্সার বাখোদির জালোলভ ৷ যিনি সুপার হেভিওয়েট বক্সিংয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং এশিয়ান চ্যাম্পিয়ন ৷

আরও পড়ুন : EXCLUSIVE Mirabai Chanu : বোনের বিয়েতে যাইনি, মোবাইল পর্যন্ত ব্যবহার করতাম না

শক্তিশালী প্রতিপক্ষের পরিচয়ও দমাতে পারেনি সতীশকে ৷ রিংয়ে নামার জন্য মেডিকেল টিমের ছাড়পত্র আদায় করে ছাড়েন ৷ আহত সতীশ ফাইনালে ওঠার লড়াইয়ে খুব একটা দাপট দেখাতে পারেননি ৷ তৃতীয় রাউন্ডে খেলার সময় সতীশের কপালে স্টিচ ছিঁড়ে যায় ৷ কিন্তু তা সত্ত্বেও লড়াই ছাড়েননি ভারতীয় সেনা বাহিনীর এই জওয়ান ৷ ম্যাচের পর ভারতীয় বক্সারের প্রশংসায় ভাসেন জালোলভ ৷ শুধু প্রতিপক্ষই নয়, নেটিজেনদের কাছে হেরেও হিরো বনে গিয়েছেন সতীশ ৷ টুইট করেছেন অভিনেতা থেকে আমলা ৷ তাঁর হার না মানা মনোভাবে মুগ্ধ নেটিজেনরা ৷ সেখানে ম্যাচের ফলাফল কোনও বিষয়ই নয় ৷

ABOUT THE AUTHOR

...view details