কলকাতা, 16 জুলাই : লকডাউনে থমকে থাকা নয় । বরং অঢেল সময়কে কাজে লাগিয়ে কামব্যাক করার কাজকে সফল করতে চান শিলিগুড়ির টেবিল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ । ভারত এবং আর্ন্তজাতিক টেবিল টেনিস মহলে শিলিগুড়ির সৌম্যজিৎ 'ঘুষ' নামে পরিচিত । বিদেশি কোচ এবং খেলোয়াড়দের উচ্চারন অপরাগতার কারণেই নামের এই বিচ্যুতি । যে নামেই ডাকা হোক না কেন সৌম্যজিৎ ভারতীয় টেবিল টেনিসের সমীহ জাগানো নাম ।
2012 সালে লন্ডন অলিম্পিকসের যোগ্যতা অর্জন করা খেলোয়াড়টির উত্থান পরবর্তী সময়ে উল্কার গতিতে হয়েছিল । কিন্তু মাঝের কিছুটা সময় পারিবারিক সমস্যা তাঁকে পিছিয়েই দেয়নি প্রায় ছিটকেই দিয়েছিল । আপাতত সব সামলে সৌম্যজিৎ ফের আশা জাগাতে শুরু করেছেন । গতবছর হায়দরাবাদে জাতীয় স্তরের টুর্নামেন্টে শরথ কমল সহ বেশ কয়েকজন প্রথম সারির খেলোয়াড়কে হারিয়েছেন । তাতে আত্মবিশ্বাস অনেকটাই ফিরেছে ৷ বর্তমানে কোচ সৌম্যদীপ রায়ের অধীনে নিজের ছন্দ খুঁজে পেতে ব্যস্ত ।
মাঝে ওজন বাড়লেও তা অনেকটাই ঝরিয়ে ফেলেছেন । এই কাজে তাঁকে সাহায্য করছেন ফিটনেস ট্রেনার অর্ঘ্য মজুমদার । সৌম্যজিৎকে ফিট করতে শুভাশিস রায়চৌধুরী, রাজু গায়কোয়াড়, শিলটন পাল সহ একঝাঁক ফুটবলারের সঙ্গে অনুশীলন করিয়েছেন তিনি । বিশেষ করে এন্ডুরেন্স বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে । আপাতত খাদ্যভ্যাসে বদল এবং বিশেষ ট্রেনিংয়ে ফিটনেস বাড়ানোর কাজ করা হচ্ছে । নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে সৌম্যজিৎ দৃঢ়প্রতিজ্ঞ ।
তিনি বলছেন, "মানুষের জীবনে ওঠা পড়া থাকেই । খেলোয়াড়দের জীবনে সেটা আরও বেশি । টেবিল টেনিসে সেই ঝুঁকি সবসময় । একটি ভুলে ছিটকে যাওয়া । তাই নিজেকে নিখুঁত করে তোলার কাজটা সবসময় করে যেতে হয় । এখন সেটাই আমি করছি ৷ একবার যখন পেরেছি আবার পারব ৷ এই বিশ্বাস আমার মধ্যে রয়েছে ।" সৌম্যজিৎকে খেলোয়াড়ি জীবনে টেবিলের ওপার থেকে দেখেছেন ৷ এখন কোচের ভূমিকায় থেকে দেখছেন সৌম্যদীপ রায় । তাঁকে কার্যত ফিরিয়ে নিয়ে আসার কাজ যত্ন করে করছেন অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ।