কলকাতা, 3 অগস্ট: সুনীল ছেত্রী ৷ নামটাই যথেষ্ট ৷ তিনি যুবপ্রজন্মের আইকন। বছর পনোরো ধরে ভারতীয় ফুটবলকে অনেক কিছু দিয়েছেন। বিশ্ব দরবারে মাথা উঁচু করে লড়াইয়ের সাহস জুগিয়েছেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জার্সিতে বল পায়ে যুবভারতী দাপিয়ে বেড়ানো ছেলেটা যে এত দূর পৌঁছবে, অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বিশেষজ্ঞরা। আজ তাঁর জন্মদিন ৷ 38টি বসন্ত কাটিয়ে ফেললেন বাংলার জামাই ৷ 1984 সালে 3 অগস্ট অন্ধ্রপ্রদেশে সুনীলের জন্ম। জন্মদিনে দেখে নিন তাঁর রেকর্ড ৷
ভারতীয় ফুটবলের সর্বকালের সর্বাধিক গোলদাতা তিনি। আন্তর্জাতিক ফুটবলারের তালিকাতেও প্রথম সারিতেই রয়েছেন সুনীল। এই মুহূর্তে যেন বলা যায়, ভারতীয় ফুটবল জেগে উঠেছে তাঁর জন্যই। তিনি নিজে যেমন রেকর্ড গড়ে চলেছেন তাঁর ছায়ায় বেড়ে উঠছে নতুন প্রজন্ম। 2005 সালে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন প্রথমবার। তার আগে কেরিয়ারের একেবারে প্রথম দিকটা কাটিয়েছিলেন দিল্লিতেই। তারপর কলকাতায় এসে মোহনবাগানে সই করেছিলেন। বাকিটা ইতিহাস।
আরও পড়ুন:জন্মদিনে আসছে বিশেষ ঘোষণা, রোহিতদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন সৌরভ
আন্তর্জাতিক, জাতীয় ম্যাচ ছাড়াও ক্লাব ফুটবলেও তাঁর রেকর্ড দুর্দান্ত। গোলের পর গোল করেছেন সুনীল ৷ সারা বিশ্বে সক্রিয় ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক গোলের নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় ফুটবলের সুপারস্টার। এখনও পর্যন্ত 92 বার প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেছেন তিনি। ছেত্রীর দুরন্ত স্কিল যেকোনও দলের কাছেই সম্পদ। সাফল্যের শীর্ষে পৌঁছেও যিনি মাটিতে পা রেখে চলতে পারেন। মাঠে তাঁর আচরণ যেন বাধ্য করো তাঁকে আরও বেশি করে ভালোবাসতে। সুনীলের ত্রুটি সাদা চোখে খুঁজে পাওয়া মুশকিল। তার মানে কি আগ্রাসন নেই সুনীলের? অবশ্যই রয়েছে। ম্যাচে জিততে তাঁর আগ্রাসন পরতে পরতে নজর কাড়ে ৷ তিনি শুধুমাত্র ফুটবলার নন, ফুটবলের 'বরপুত্র'।
গতবছর ভারত অধিনায়কের জন্মদিনটি 'ফুটবল দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত জানিয়েছিল দিল্লির ফুটবল সংস্থা ৷ তা উল্লেখ করে সংস্থার তরফে জানানো হয়েছিল, কেরিয়ারের অনেকটা সময়ই রাজধানীতে কাটিয়েছেন সুনীল। তাঁর চেয়ে ভালো স্ট্রাইকার এদেশ আর পায়নি। সে কারণেই এমন সিদ্ধান্ত ৷ 2017 সালে বাংলার প্রথিতযশা ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা সোনম ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
- সর্বভারতীয় ফুটবল সংস্থার বিচারে 5 বার বর্ষসেরার পুরস্কার
- 2011 সালে সাফ চ্যাম্পিয়নশিপে সেরা ফুটবলার
- 2023 সাফ চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোল স্কোরার এবং সেরা প্লেয়ারের পুরস্কার
- 2016-2017 মরশুমে আই লিগের সেরা প্লেয়ার
- 2017-2018 মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের সেরা
আরও পড়ুন:স্ত্রী সোনমকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিলেন সুনীল, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো