নিউ ইয়র্ক, 3 সেপ্টেম্বর: তিনি টেনিসের সুপার মম ৷ বিশ্ব টেনিসের সর্বোচ্চ পর্যায়ে 27 বছরের সুদীর্ঘ কেরিয়ারে ছড়িয়ে-ছিটিয়ে রকমারি সব মণিমানিক্য ৷ ওপেন এরার সর্বাধিক সফল মহিলা প্লেয়ার তিনি ৷ ব়্যাকেট যে আলমারিতে তুলে রাখবেন যেটা গত মাসের শুরুতেই আভাস দিয়েছিলেন ৷ আর শনিবার যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে অখ্যাত আইলা টমলিয়ানোভিচের (Ajla Tomljanovic) কাছে হেরে অবসরযাপনে গেলেন 23টি মেজরের (সিঙ্গলস) মালকিন সেরেনা উইলিয়ামস (Serena Williams) ৷
1999 যে কোর্টে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরেনা, সেখানেই একটা যুগের অবসান হল এদিন ৷ চেষ্টা করেছিলেন বিদায়বেলায় যাতে মার্গারেট কোর্টের (Margaret Court) 24টি মেজর জয়ের নজিরে ভাগ বসাতে পারেন ৷ কিন্তু ঠোঁট আর পেয়ালার দূরত্বটা রেখেই টেনিসকে আলবিদা জানালেন ছ'বারের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ৷ বিদায়বেলায় স্বভাবতই বল্গাহীন আবেগে ভাসলেন টেনিস মায়েস্ত্রো ৷ অঝোরে কাঁদলেন ৷ কিন্তু সত্যিই কী টেনিসকে বিদায় জানিয়ে থাকতে পারবেন মার্কিনী? উত্তরটা অবশ্যই না ৷ বিদায়বেলায় সেরেনা নিজেই জানালেন কোর্টে ব়্যাকেট হাতে আর না-নামলেও টেনিসের সঙ্গেই জুড়ে থাকবেন তিনি (Serena Williams says she cant imagine her future without tennis) ৷