নয়াদিল্লি, 30 জুলাই : চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হওয়ার নজির ইতিমধ্য়েই ভারতবাসী দেখে ফেলেছে ৷ এবার শিরোনামে আরও এক চাওয়ালা ৷ বার্মিংহামে চলা কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) রুপো জিতে শনিবার শিরোনামে এসেছেন তিনি ৷ প্রতিটি সাফল্যের পিছনেই লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম, সংগ্রামের কাহিনি ৷ 21 বছরের সংকেত সরগরও (Sanket Saragar) ব্যতিক্রম নন ৷
মহারাষ্ট্রের একটা ছোট্ট শহর সংলির বাসিন্দা সংকেত ৷ সেখানেই সাতসকালে উঠে তাঁকে যেতে হত বাবার চায়ের দোকানে (স্থানীয় ভাষায় পান টাপরি) ৷ ক্রেতাদের চা দেওয়ার কাজও করতে হত তাঁকে ৷ সেই কাজের ফাঁকেই সময় বের করে পড়াশোনা ও ভারোত্তলনের প্রশিক্ষণ চালিয়ে গিয়েছেন সংকেত ৷
সংকেত তাঁর এই লড়াইয়ে পাশে পেয়েছেন ময়ূর সিনহাসানেকে ৷ তিনিও সংকেতের শৈশবের কোচ ৷ আজ সংকেতের সাফল্যে স্বাভাবিকভাবে তিনিও খুশি ৷ তিনি জানিয়েছেন, শৈশবের আনন্দকে ত্যাগ করে সাফল্যের লক্ষ্যে লড়াই চালিয়েছে সংকেত ৷ ভোর সাড়ে পাঁচটায় রোজ চায়ের দোকানে পৌঁছে যেতেন তিনি ৷ তার পর বিকেলে আবার জিমেও যেত৷ শনিবার তাঁর স্বপ্ন সফল হল ৷