পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWG 2022: কমনওয়েলথে ভারতের ঘরে প্রথম পদক, ভারোত্তোলনে রুপো এনে দিলেন সঙ্কেত - ভারত্তোলনে রুপো এনে দিলেন সঙ্কেত

পুরুষদের 55 কেজি বিভাগে শনিবার দেশকে রুপোর পদক এনে দিলেন মহারাষ্ট্রের ভারোত্তোলক সঙ্কেত সরগর (Sanket Sargar becomes the first Indian athelete to win medal at CWG 2022) ৷ এক পয়েন্টের ব্যবধানে সোনার পদক ছিনিয়ে নেন মালয়েশিয়ার আনিক মহম্মদ ৷

CWG 2022
ভারত্তোলনে রুপো এনে দিলেন সঙ্কেত

By

Published : Jul 30, 2022, 4:51 PM IST

Updated : Jul 30, 2022, 5:24 PM IST

বার্মিংহাম, 30 জুলাই: 2022 কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে প্রথম পদক এনে দিলেন ভারোত্তোলক সঙ্কেত সরগর ৷ পুরুষদের 55 কেজি বিভাগে শনিবার দেশকে রুপোর পদক দিলেন মহারাষ্ট্রের এই ভারোত্তোলক (Sanket Sargar becomes the first Indian athelete to win medal at CWG 2022) ৷ উল্লেখ্য, 2020 টোকিয়ো অলিম্পিক্সে ভারোত্তোলনে রুপো এনে দিয়েই পদকের খাতা খুলেছিলেন মীরাবাঈ চানু ৷ সেই পথেই যেন বার্মিংহাম গেমসে পথচলা শুরু হল ভারতের ৷

রুপো জয়ের পথে এদিন স্ন্যাচ এবং ক্লিন-জার্ক মিলিয়ে 248 কেজি (113 কেজি+135 কেজি) ওজন তোলেন বছর একুশের সঙ্কেত ৷ এক পয়েন্টের ব্যবধানে সোনার পদক ছিনিয়ে নেন মালয়েশিয়ার আনিক মহম্মদ ৷ স্বর্নপদক গলায় ঝোলানোর পথে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 142 কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড করেন মালয়েশিয়ার ভারোত্তোলক ৷ অন্যদিকে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস এবং খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অংশগ্রহণকারী জাতীয় চ্যাম্পিয়ন সঙ্কেত বার্মিংহামে পদকজয়ের অন্যতম দাবিদার ছিলেন ৷ পদক জিতে প্রত্যাশায় সিলমোহর দিলেন তিনি ৷

আরও পড়ুন: হতাশ করলেন হরমনপ্রীতরা, কমনওয়েলথের প্রথম দিনে দাপট সিন্ধু-মণিকাদের

2021 কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পোডিয়াম ফিনিশ করা, 2022 এশিয়ান কোয়ালিফায়ারে কমনওয়েলথ এবং জাতীয় রেকর্ড তৈরি করা সঙ্কেতের বাবা একটি পানের দোকান চালান ৷ প্রস্তুতির মাঝে বাবাকে সাহায্য করেন সঙ্কেতও ৷ কমনওয়েলথ গেমসে পদক জিততে বদ্ধপরিকর মহারাষ্ট্রের এই ভারোত্তোলক একমাস আগেই বার্মিংহাম পৌঁছে গিয়েছিলেন ৷ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের বিশেষ সাহায্য নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন সঙ্কেত ৷ এদিন সেই সবেরই মান রাখলেন তরুণ তুর্কী ৷

Last Updated : Jul 30, 2022, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details