পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Salman Show in EB: ইস্টবেঙ্গলে শো'য়ের প্রস্তাব, এক মিনিটেই সম্মতি সলমনের

এই প্রথমবার তিলোত্তমায় পা রাখতে চলেছেন সলমন খান ৷ আগামী 12 মে বিকেলে তিনি আসছেন ৷ তারপর দিনই রয়েছে ইস্টবেঙ্গলে 'দাবাং শো' ৷ টিকিট কেটে কীভাবে দেখবেন সলমন শো ? তার মূল্যই বা কত? জেনে নিন বিস্তারিত...

Salman Show in EB
প্রথমবার তিলোত্তমায় পা রাখতে চলেছেন সলমন খান

By

Published : Apr 24, 2023, 10:20 PM IST

কলকাতা, 24 এপ্রিল: লাল-হলুদে দাবাং নাইটের ঢাকে কাঠি পড়ল। আগামী 13 মে সেই অনুষ্ঠান। আগামিকাল থেকে ইস্টবেঙ্গল মাঠে টিকিট বিক্রি শুরু হচ্ছে। অনলাইনে সেই শো-এর টিকিট পাওয়ারও সুযোগ রয়েছে। টিকিট পাওয়া নিয়ে আগ্রহের পারদ চড়তে শুরু করেছিল। সোমবার এই দাবাং শো নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন আগ্রহের চড়া পারদে তা গতি বাড়িয়ে দিল ৷ তবে অনেকেই অনলাইনে টিকিট কেনার ব্যাপারে অবগত হননি। ফলে কীভাবে কাটবেন সলমন খানের শো-এর টিকিট, এই নিয়ে ক্লাবে গিয়েও খোঁজখবর নিলেন অনেকে।

ক্লাবের তরফে বিষয়টি নিয়ে কিছু বলা হচ্ছিল না। তবে যে সংস্থা ইস্টবেঙ্গলে দাবাং শো-এর আয়োজক তারা জানাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে পেটিএম ইনসাইডারে। সংস্থার কর্তা রাজদীপ চক্রবর্তী জানিয়েছেন, মোবাইলে ইনস্টল করতে হবে পেটিএম ইনসাইডার অ্যাপ। তারপর সেখানে গিয়ে দেখতে হবে কোন ধরনের টিকিট আপনি কাটতে চান। কোনও ব্যক্তি যত খুশি টিকিট কাটতে পারবেন। অন্তত 15 হাজার দর্শক কলকাতার মাটিতে প্রথমবার সলমন খানের শো দেখতে চলেছেন বলে দাবি করা হয়েছে আয়োজকদের তরফে।

রাজদীপ চক্রবর্তীর কথায়, আমরা সলমন খানের কাছে কলকাতায় অনুষ্ঠান করার প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। এক মিনিটের মধ্যেই তিনি সম্মতি জানিয়েছিলেন। উনি নিজেও কলকাতায় শো করার ব্যাপারে মুখিয়ে। সাড়ে তিন ঘণ্টার শো করবেন। পাশাপাশি একঘণ্টা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য রাখা হয়েছে। মোট সাড়ে চার ঘণ্টার অনুষ্ঠান, যা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় ৷ পাঁচটি জোনে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য 999 টাকা। এই টিকিট কাটলে 'ভাইজান' জোনে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। 'কিক' জোনের টিকিটের দাম 1 হাজার 650 টাকা। যা কাটলে আপনি এরিয়ান গ্যালারিতে বসে সলমনকে দেখতে পারবেন।

আরও পড়ুন:তিন ড্র'য়ে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

তবে ইস্টবেঙ্গল গ্যালারিতে বসে এই অনুষ্ঠান দেখতে হলে খরচ হবে 2 হাজার 500 টাকা। এই অংশের নাম দেওয়া হয়েছে 'সুলতান' জোন। 3 হাজার 500 টাকার টিকিট কাটলে 'ওয়ান্টেড' জোনে বসে অনুষ্ঠান দেখতে পারবেন। আর একেবারে সামনে 'দাবাং' জোনে বসে অনুষ্ঠান দেখতে 25 হাজার টাকা খরচ করতে হবে কোনও দর্শককে। এই টিকিটটি কিনলে দু'জন দেখতে পাবেন। আয়োজকদের তরফে বলা হচ্ছে সাড়ে তিন ঘণ্টার অনুষ্ঠান অনেকটা সিনেমার আঙ্গিকে পেশ করা হবে। যার সাক্ষ্মী হয়নি তিলোত্তমা। কাদের পারফর্ম করতে দেখা যাবে ইস্টবেঙ্গল মাঠের অনুষ্ঠানে? উদ্যোগক্তরা জানিয়েছে, সলমন খান ছাড়াও সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, গুরু রানধাওয়া, প্রভুদেবা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন।

ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানের অংশ হিসেবে ক্লাবের মাঠে এই অনুষ্ঠান আয়োজন করছেন উদ্যোক্তারা। আগামী 12 মে বিকেলে কলকাতায় আসবেন সলমন খান । 13 মে সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সন্ধ্যা 6টায় শুরু হতে চলা দাবাং শো-র অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ইস্টবেঙ্গলে বলিউড যোগ নতুন নয়। বরং একটু বেশি পুরনো। শচীন দেব বর্মন থেকে লতা মঙ্গেশকর শতাব্দী প্রাচীন ক্লাবের সদস্য ছিলেন। দল গঠনের অর্থ সংগ্রহের জন্য ইস্টবেঙ্গল লতা মঙ্গেশকর নাইট করেছে। পরবর্তী সময়ে অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা ক্লাবে এসেছেন। শাহরুখ খান, কাজল তাঁদের ফিল্ম প্রমোশনের অনুষ্ঠান ইস্টবেঙ্গল মাঠে করেছেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এই আয়োজনের পিছনে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ অনুষ্ঠানের সমাপ্তি জড়িয়ে।

আরও পড়ুন:সলমনের বোনের ঈদ পার্টিতে চাঁদের হাট, ক্যাটরিনার পাশাপাশি চর্চায় পলক-ইব্রাহিম

ABOUT THE AUTHOR

...view details