কলকাতা, 24 এপ্রিল: লাল-হলুদে দাবাং নাইটের ঢাকে কাঠি পড়ল। আগামী 13 মে সেই অনুষ্ঠান। আগামিকাল থেকে ইস্টবেঙ্গল মাঠে টিকিট বিক্রি শুরু হচ্ছে। অনলাইনে সেই শো-এর টিকিট পাওয়ারও সুযোগ রয়েছে। টিকিট পাওয়া নিয়ে আগ্রহের পারদ চড়তে শুরু করেছিল। সোমবার এই দাবাং শো নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন আগ্রহের চড়া পারদে তা গতি বাড়িয়ে দিল ৷ তবে অনেকেই অনলাইনে টিকিট কেনার ব্যাপারে অবগত হননি। ফলে কীভাবে কাটবেন সলমন খানের শো-এর টিকিট, এই নিয়ে ক্লাবে গিয়েও খোঁজখবর নিলেন অনেকে।
ক্লাবের তরফে বিষয়টি নিয়ে কিছু বলা হচ্ছিল না। তবে যে সংস্থা ইস্টবেঙ্গলে দাবাং শো-এর আয়োজক তারা জানাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে পেটিএম ইনসাইডারে। সংস্থার কর্তা রাজদীপ চক্রবর্তী জানিয়েছেন, মোবাইলে ইনস্টল করতে হবে পেটিএম ইনসাইডার অ্যাপ। তারপর সেখানে গিয়ে দেখতে হবে কোন ধরনের টিকিট আপনি কাটতে চান। কোনও ব্যক্তি যত খুশি টিকিট কাটতে পারবেন। অন্তত 15 হাজার দর্শক কলকাতার মাটিতে প্রথমবার সলমন খানের শো দেখতে চলেছেন বলে দাবি করা হয়েছে আয়োজকদের তরফে।
রাজদীপ চক্রবর্তীর কথায়, আমরা সলমন খানের কাছে কলকাতায় অনুষ্ঠান করার প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। এক মিনিটের মধ্যেই তিনি সম্মতি জানিয়েছিলেন। উনি নিজেও কলকাতায় শো করার ব্যাপারে মুখিয়ে। সাড়ে তিন ঘণ্টার শো করবেন। পাশাপাশি একঘণ্টা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য রাখা হয়েছে। মোট সাড়ে চার ঘণ্টার অনুষ্ঠান, যা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় ৷ পাঁচটি জোনে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য 999 টাকা। এই টিকিট কাটলে 'ভাইজান' জোনে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। 'কিক' জোনের টিকিটের দাম 1 হাজার 650 টাকা। যা কাটলে আপনি এরিয়ান গ্যালারিতে বসে সলমনকে দেখতে পারবেন।