ম্যাঞ্চেস্টার, 14 জুন: 'বিশ্ব ফুটবলে আগামী দিনের সবচেয়ে বড় প্রতিভা' ৷ ইংল্যান্ডের জুড বেলিংহামকে সই করিয়ে জানাল রিয়াল মাদ্রিদ ৷ বুধবার স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ফুটবলারকে দলে নেওয়ার কথা ঘোষণা করে ৷ 2020 থেকে বরুসিয়া ডর্টমুন্ডে ছিলেন জুড ৷ 19 বছরের বেলিংহাম নিজেকে ইতিমধ্যে আগামিদিনের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৷ এমনকি ম্যান ইউ, ম্যান সিটি, লিভারপুল এবং প্যারিস সেইন্ট জার্মেইনের মতো ইউরোপের প্রথম সারির ক্লাবগুলি তাঁর প্রতিভাকে কুর্নিশ করেছে ৷
জুড বেলিংহামের কাছে এই ক্লাবগুলি থেকেও প্রস্তাব এসেছিল ৷ কিন্তু শেষমেশ রিয়াল মাদ্রিদের হয়ে আগামী কয়েকটা বছর খেলার সিদ্ধান্ত নিয়েছেন জুড ৷ ছ'বছরের জন্য তিনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন ৷ তিন বছর পর বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় জানানোর সময় 19 বছরের এই তরুণ বলেন, ‘‘গত তিনবছর ধরে অনুরাগী ও বরুসিয়া ডর্টমুন্ডের সকল সাপোর্ট স্টাফদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ ৷ এই ক্লাবের সঙ্গে কাটানো মুহূর্তগুলি আমি কোনওদিন ভুলবো না ৷ তবে, আমি আমার আগামিদিনের সিদ্ধান্ত নিয়ে খুশি ৷’’