মেলবোর্ন, 18 জানুয়ারি: "যা অবস্থা তাতে এটা বলব না যে আমি মানসিকভাবে বিধ্বস্ত নই ৷ কারণ সেটা বললে মিথ্যে বলা হবে ৷" অস্ট্রেলিয়ান ওপেন থেকে অকাল বিদায়ের পর এই ভাষাতেই অনুভূতি ব্যক্ত করলেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal) ৷ বিশ্বের 65 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হারলেন স্ট্রেট সেটে (Rafael Nadal suffers huge upset in second round of Australian Open) ৷ নিতম্বের ব্যথায় কাবু নাদাল চাইলেই রিটায়ার নিয়ে কোর্ট ছা়ড়তে পারতেন ৷ কিন্তু সেটা তিনি করেননি ৷
ইন্দ্রপতনের পর এ বিষয়ে বলতে গিয়ে স্প্যানিশ মায়েস্ত্রো বললেন, "আমি থেমে যাওয়াটা বরাবরই উপেক্ষা করার চেষ্টা করি ৷ ম্যাচটা যেভাবেই হোক শেষ করতে চেয়েছিলাম ৷ যেহেতু আমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাই কোনওভাবেই রিটায়ার নিয়ে কোর্ট ছাড়তে চাইনি ৷" আর চোট নিয়ে দু'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী বলছেন, "হিপ ইনজুরি দিনদু'য়েক ধরে সমস্যা করছিল ৷ কিন্তু সেটা যে এমন মারাত্মক আকার ধারণ করবে ধারণা ছিল না ৷ আমি জানি না এটা মাংসপেশির সমস্যা নাকি জয়েন্টের সমস্যা, তবে আমার হিপ ইনজুরির একটা অতীত আছে ৷ যার জন্য চিকিৎসাও চলেছে ৷ তবে এমন সমস্যা আগে কখনও হয়নি ৷"