দুবাই, 6 নভেম্বর: সমীক্ষা বলছে কাতারের জনসংখ্যা 29 লক্ষ ৷ কিন্তু আদতে সে দেশে কাতারের অধিবাসী মোট জনসংখ্যার মাত্র 10 শতাংশ ৷ পারস্য উপসাগরের এই দেশটি অবস্থান করছে পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের আধারের ঠিক উপরে ৷ পৃথিবীতে প্রাকৃতিক গ্যাসের যে বিপুল সম্ভার তার 10 শতাংশ অধিকৃত করে রয়েছে কাতার এবং ইরান ৷ প্রাকৃতিক গ্যাসের কারণেই গত কয়েক দশকে তরতরিয়ে শ্রীবৃদ্ধি হয়েছে রাষ্ট্রটির অর্থনৈতিক মুনাফার ৷ আর প্রাকৃতিক গ্যাসকে ভিত্তি করেই কাতার এখন একটি লাভজনক জাতীয় বিমান সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক ট্রানজিট হাবের মালিক ৷ কাতারের বিপুল সম্পদ আসন্ন বিশ্বকাপ আয়োজনে যে ব্যাপক সহায়ক হতে চলেছ, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ আসুন দেখে নেওয়া যাক কীভাবে ছোট্ট দেশটির অর্থনীতি ফিফা বিশ্বকাপ আয়োজনে সহায়ক হয়ে উঠছে... (Qatar's vast wealth helps it host FIFA World Cup)
কাতারের অর্থনৈতিক শক্তি: (QATAR'S ECONOMIC STRENGTH)
দেশটির উপজাতি সম্প্রদায়ের অধিকাংশ মৎস্যজীবী নতুবা সাগরে মুক্তো খুঁজে তা বিক্রি করে দিন গুজরান করেন ৷ বিংশ শতকের মাঝামাঝি ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান এই পারস্য উপসাগরীয় রাষ্ট্রটির জীবন-জীবিকা সম্পূর্ণরূপে বদলে দেয় ৷ আন্তর্জাতিক আর্থিক তহবিল মনে করছে চলতি বছর 3.4 শতাংশ শ্রীবৃদ্ধি হয়েছে কাতারের অর্থনীতির ৷
বিশ্বকাপ আয়োজনের পিছনে বিপুল খরচ: (QATAR'S WORLD CUP SPENDING)
2022 বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নে রাষ্ট্রটি খরচ করেছে 200 বিলিয়ন মার্কিন ডলার ৷ এর মধ্যে সাড়ে ছয় বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে 8টি স্টেডিয়াম উন্নয়নের পিছনে ৷ এছাড়া মেট্রো, বিমানবন্দর, রাস্তাঘাট উন্নয়নে কোটি-কোটি টাকা খরচ করেছে কাতার সরকার ৷