পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Qatar World Cup: বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে প্রাচুর্যশালী কাতারের শক্তির জায়গা কোনগুলো; জেনে নেওয়া যাক - QATARS LAVISH BENEFITS

কাতারের বিপুল সম্পদ আসন্ন বিশ্বকাপ আয়োজনে যে ব্যাপক সহায়ক হতে চলেছ, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ আসুন দেখে নেওয়া যাক কীভাবে ছোট্ট দেশটির অর্থনীতি ফিফা বিশ্বকাপ আয়োজনে সহায়ক হয়ে উঠছে... (Qatar's vast wealth helps it host FIFA World Cup)

Qatar World Cup
বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে প্রাচুর্যশালী কাতারের শক্তির জায়গা কোনগুলো

By

Published : Nov 6, 2022, 8:27 PM IST

দুবাই, 6 নভেম্বর: সমীক্ষা বলছে কাতারের জনসংখ্যা 29 লক্ষ ৷ কিন্তু আদতে সে দেশে কাতারের অধিবাসী মোট জনসংখ্যার মাত্র 10 শতাংশ ৷ পারস্য উপসাগরের এই দেশটি অবস্থান করছে পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের আধারের ঠিক উপরে ৷ পৃথিবীতে প্রাকৃতিক গ্যাসের যে বিপুল সম্ভার তার 10 শতাংশ অধিকৃত করে রয়েছে কাতার এবং ইরান ৷ প্রাকৃতিক গ্যাসের কারণেই গত কয়েক দশকে তরতরিয়ে শ্রীবৃদ্ধি হয়েছে রাষ্ট্রটির অর্থনৈতিক মুনাফার ৷ আর প্রাকৃতিক গ্যাসকে ভিত্তি করেই কাতার এখন একটি লাভজনক জাতীয় বিমান সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক ট্রানজিট হাবের মালিক ৷ কাতারের বিপুল সম্পদ আসন্ন বিশ্বকাপ আয়োজনে যে ব্যাপক সহায়ক হতে চলেছ, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ আসুন দেখে নেওয়া যাক কীভাবে ছোট্ট দেশটির অর্থনীতি ফিফা বিশ্বকাপ আয়োজনে সহায়ক হয়ে উঠছে... (Qatar's vast wealth helps it host FIFA World Cup)

কাতারের অর্থনৈতিক শক্তি: (QATAR'S ECONOMIC STRENGTH)

দেশটির উপজাতি সম্প্রদায়ের অধিকাংশ মৎস্যজীবী নতুবা সাগরে মুক্তো খুঁজে তা বিক্রি করে দিন গুজরান করেন ৷ বিংশ শতকের মাঝামাঝি ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান এই পারস্য উপসাগরীয় রাষ্ট্রটির জীবন-জীবিকা সম্পূর্ণরূপে বদলে দেয় ৷ আন্তর্জাতিক আর্থিক তহবিল মনে করছে চলতি বছর 3.4 শতাংশ শ্রীবৃদ্ধি হয়েছে কাতারের অর্থনীতির ৷

বিশ্বকাপ আয়োজনের পিছনে বিপুল খরচ: (QATAR'S WORLD CUP SPENDING)

2022 বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নে রাষ্ট্রটি খরচ করেছে 200 বিলিয়ন মার্কিন ডলার ৷ এর মধ্যে সাড়ে ছয় বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে 8টি স্টেডিয়াম উন্নয়নের পিছনে ৷ এছাড়া মেট্রো, বিমানবন্দর, রাস্তাঘাট উন্নয়নে কোটি-কোটি টাকা খরচ করেছে কাতার সরকার ৷

করমুক্ত দেশ: (QATAR'S LAVISH BENEFITS)

অন্যান্য উপসাগরীয় দেশগুলির মতো কাতারেও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি এ যাবৎ ৷ দেশের উন্নয়নের স্বার্থে গৃহীত পদক্ষেপগুলিতে দেশের আমজনতার কথা বলার বিশেষ জায়গা থাকে না ৷ আল থানি পরিবারই দেশের শাসকগোষ্ঠী ৷ তবু প্রতিপদে দেশের মানুষকে সমর্থন জুগিয়ে তাদের বিশ্বাস আদায়ে কোনও সমস্যা হয় না শাসক পরিবারের ৷

করমুক্ত দেশ, প্রচুর বেতনের সরকারি চাকরি, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে উচ্চশিক্ষা, নবদম্পতিদের আর্থিক সুবিধা প্রদানের আধুনিক কাতারকে বিশ্বে এক স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে ৷

পরিযায়ী শ্রমিক শক্তি: (QATAR'S MIGRANT LABOR FORCE)

ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে আসা লক্ষাধিক অভিবাসী শ্রমিকদের শ্রম আইন এবং চিকিৎসার জন্য দেশটি পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে থাকে ।

এদের মধ্যে প্রচুর অভিবাসী বা পরিযায়ী শ্রমিকরা বিশ্বকাপের বিভিন্ন সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িয়ে ৷ তারা বিশ্বকাপের কাজে গিয়ে জখম হলে কিংবা প্রাণহানি ঘটলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়ে মানবাধিকার কমিশনের আবেদন মেনে কাতার সরকার বাড়তি মনোযোগী হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details