পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপের আগে কাতারে অভিবাসী শ্রমিকদের উচ্ছেদ প্রশাসনের ! - Qatar Evicts Migrant Workers

কাতার ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) আগে অভিবাসী শ্রমিকদের উচ্ছেদ করা শুরু করল দোহা প্রশাসন (Qatar Evicts Migrant Workers) ৷ গত বুধবার থেকে দোহার বিভিন্ন বহুতলে হানা দিয়ে অভিবাসী শ্রমিকদের উচ্ছেদ করা শুরু হয়েছে ৷

Qatar Evicts Migrant Workers As FIFA World Cup Looms
Qatar Evicts Migrant Workers As FIFA World Cup Looms

By

Published : Oct 30, 2022, 3:57 PM IST

দোহা, 30 অক্টোবর: আগামী মাসে কাতারে বসতে চলেছে ফিফা বিশ্বকাপের আসর (FIFA World Cup 2022) ৷ তার আগে অভিবাসী শ্রমিকদের উচ্ছেদ শুরু করল কাতার প্রশাসন (Qatar Evicts Migrant Workers) ৷ মধ্য দোহার একটি বহুতল থেকে কয়েকশো অভিবাসী শ্রমিককে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ শনিবার এমনটাই জানিয়েছে সেই বহুতলের বাসিন্দা এবং কর্মচারীরা ৷ জানা গিয়েছে, দোহা পৌরনিগমের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা শহরের প্রায় 12টি বহুতলে হানা দিয়ে অভিবাসী শ্রমিকদের বের করে দিয়েছে এবং সেখানে তালা লাগিয়ে দিয়েছে ৷

তবে, এ নিয়ে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, যে ঘরগুলিকে খালি করা হয়েছে, তা বসবাসের যোগ্য নয় ৷ এমনকি এর জন্য আগে নোটিশও জারি করা হয়েছিল বলে দোহা পৌরনিগমের তরফে জানানো হয়েছে ৷ আর সেখান থেকে যাঁদের সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের জন্য নিরাপদ ও উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, বলে জানিয়েছে দোহা প্রশাসন ৷

যে সব এলাকা থেকে অভিবাসী শ্রমিকদের উচ্ছেদ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল আল-মানসৌরা ৷ প্রসঙ্গত, এই জেলাকে গত কয়েকবছরে দারুণভাবে উন্নত করা হয়েছে ৷ আর জানা গিয়েছে, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশি দর্শকদের একটা বড় অংশ এই আল-মানসৌরার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট ভাড়া করে থাকবেন ৷ জানা গিয়েছে, বাংলাদেশি ট্রাকচালক ইউনুসকে তাঁর ব্লক থেকে বের করে দেওয়া হয় ৷ যার জেরে গত তিন রাত ধরে তিনি তাঁর, ট্রাকের ভিতরে গদিতে ঘুমোচ্ছেন ৷

আরও পড়ুন:কাতারের ঐতিহ্য দেখা যাবে আল রায়ান স্টেডিয়ামের নির্মাণশৈলীতে

তিনি জানিয়েছেন, প্রথমদিন খুব গন্ডগোল বেঁধে যায় ৷ মানুষ কোথায় যাবে, কোথায় থাকবে, তা বুঝে উঠতে পারছিল না ৷ সবাইকে অন্যত্র চলে যেতে শুরু করে ৷ কিন্তু, এই ট্রাকটা আমার প্রাণ ৷ আমি এটাকে ছেড়ে কোথাও যাব না ৷ অন্তত ততক্ষণ নয়, যতক্ষণ ট্রাকটিকে কোথায় নিরাপদে পার্ক করার জায়গা পাচ্ছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details