গোন্ডা (উত্তরপ্রদেশ), 30 এপ্রিল: কুস্তিগীরদের আন্দোলন রাজনৈতিকভাবে প্রভাবিত ৷ এমনই মন্তব্য করলেন যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপির সাংসদ তথা দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ৷ রবিবার অভিযুক্ত ডব্লিউএফআই প্রেসিডেন্ট দাবি করছেন, যন্তর মন্তরে অ্যাথলিটদের এই আন্দোলন প্রথম দিন থেকে রাজনীতিকদের ইশারায় হচ্ছে ৷ 23 এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার এই আন্দোলনে শেষ কয়েকদিনে রাজনৈতিক ব্যক্তিত্বদের সামিল হতে দেখা গিয়েছে ৷ তার ভিত্তিতেই এই দাবি করেছেন ব্রিজভূষণ শরণ সিং ৷
উল্লেখ্য, দেশের প্রথমসারির কুস্তিগীর যেমন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ারা যন্তর মন্তরে 23 এপ্রিল থেকে দ্বিতীয় দফায় প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন ৷ তাঁদের দাবি, যৌন হেনস্তার অভিযোগে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করতে হবে ৷ এমনকি প্রথমদিকে দিল্লি পুলিশের তরফে এক নাবালিকা-সহ 7 মহিলা কুস্তিগীরের অভিযোগ নিতে অস্বীকার করা হয় ৷ পুলিশের তরফে বলা হয়, প্রমাণ না-পেলে কোনও এফআইআর দায়ের করা যাবে না ৷
পুলিশের এই বক্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান আন্দোলনকারী কুস্তিগীররা ৷ এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে 7 মহিলা কুস্তিগীরের অভিযোগে দু’টি এফআইআর দাখিল করে দিল্লি পুলিশ ৷ যার একটি পকসো আইনে রুজু করা হয়েছে ৷ কিন্তু, ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের অভিযোগ প্রতিনিয়ত তাঁদের এই আন্দোলন থেকে সরে আসার জন্য ভয় দেখানো হচ্ছে ৷ এমনকী দিল্লি পুলিশের তরফে দফায়-দফায় তাঁদের বাধা দেওয়ার চেষ্টাও হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷