পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

PSG Shift Focus from Messi: মেসির পিএসজি-বিদায় কার্যত নিশ্চিত, স্থানীয় প্রতিভা তুলতে মনোযোগ ফরাসি ক্লাবের

মেসির থেকে নিজেদের মনোযোগ সরিয়ে নিচ্ছে পিএসজি ৷ সংবাদ সংস্থা এপি-র খবর অনুযায়ী, শেষ হতে চলা 2 বছরের চুক্তি আর বাড়াবেন না মেসি ৷ এমনকী পিএসজি চুক্তির মেয়াদ বাডাতে আগ্রহী নয়।

PSG Shift Focus from Messi ETV BHARAT
PSG Shift Focus from Messi

By

Published : May 5, 2023, 12:37 PM IST

কলকাতা, 5 মে: প্যারিস সেন্ট জার্মেই-এর সঙ্গে আর হয়ত চুক্তি করবেন না লিওনেল মেসি ৷ আর তাঁর এই আসন্ন প্রস্থানের মধ্যে দিয়ে ফরাসি ফুটবল ক্লাবের দীর্ঘ সফল যুগের অবসানের সূচনা হতে পারে ৷ সংবাদ সংস্থা এপি-র একটি প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, এই মরশুমের পর মেসির পিএসজি ছেড়ে বেরিয়ে যাওয়া ক্লাবটির বিশ্বসেরা হওয়ার সম্ভাবনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে ৷ উল্লেখ্য, কাতারের বিনিয়োগের ফলে পিএসজি-কে বিশ্বের অন্যতম ধনী ক্লাব বলা হত ৷ আর তার প্রমাণ গত কয়েকবছরে পিএসজি-তে বিশ্বের সেরা ফুটবলারদের সই করানো ৷

এপি-র রিপোর্ট অনুযায়ী, দু’পক্ষের মতের বদল না হলে, কয়েক সপ্তাহ পর চুক্তি শেষ হলে মেসি পিএসজি ছেড়ে দেবেন ৷ যদিও, ফ্রান্সের লিগ-ওয়ানের সেরা ক্লাবকে বিদায় জানালে মেসির সামনে নতুন সুযোগ অপেক্ষা করছে ৷ আর তা হল, সৌদি আরব বছরে 400 মিলিয়ন ডলার উপার্জন করার সুযোগ করে দেবে সাতবারের ব্যালন ডি’ওর জয়ীকে ৷ পাশাপাশি, এটা পিএসজি-র ক্ষেত্রের লাভজনক বলে মনে করা হচ্ছে ৷ কারণ, মেসিকে পিএসজি-তে সই করানোর উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি ৷ এরপর পিএসজি স্থানীয় প্রতিভাদের তুলে আনার ক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করতে পারবে ৷

2011 সালে পিএসজি-র মালিকানা কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টসের হাতে যায় ৷ তখন থেকে বিশ্বের নামী-দামি ফুটবলারদের সই করিয়েছে পিএসজি ৷ ফরাসি ফুটবলকে তখন থেকে কার্যত শাসন করছে প্যারিস সেন্ট জার্মেই ৷ জালাটান ইব্রাহিমোভিচ, অ্যাঞ্জেল দি’মারিয়া, কাভানির মতো ফুটবলারদের সই করিয়েছে পিএসজি ৷ পরবর্তী সময়ে কিলিয়া এমবাপে, নেইমার জুনিয়র এবং সবশেষে লিওনেল মেসিকে সই করায় ফরাসি ক্লাব ৷ কিন্তু, তার পরেও ক্লাবটি ইউরোপ সেরার খেতাব জিততে ব্যর্থ হয়েছে ৷ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরার খেতাব অর্থাৎ, ইউয়েফা চ্যাম্পিয়ন লিগ অধরা রয়েছে পিএসজি-র ৷

আরও পড়ুন:কড়া শাস্তি! অনুমতি ছাড়া সৌদি সফরে যাওয়ায় মেসিকে সাসপেন্ড করল পিএসজি

এমনকী গত দুই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড-16 থেকেই ছিটকে গিয়েছে লিগ-ওয়ান চ্যাম্পিয়ন দল ৷ তাও আবার বিশ্বের এই মুহূর্তের সেরা 3 ফুটবলার যেখানে দলের আক্রমণ বিভাগে রয়েছে ৷ মেসি, নেইমার এবং এমবাপে ৷ তবে, শেষ দুই মরশুম শুধু নয় ৷ গত 7 বারের মধ্যে পাঁচবার রাউন্ড-16 থেকে বিদায় নিয়েছে পিএসজি ৷ যার মধ্যে 2020 সালে মাত্র একবারই ফাইনালে প্রবেশ করতে পেরেছে ফ্রান্সের সেরা এই দল ৷ আর মেসি বিদায়ের সঙ্গেই, প্যারিস সেন্ট জার্মেই তাদের পরবর্তী লক্ষ্য স্পষ্ট করে দিয়েছে ৷ ক্লাবের তরফে এবার স্থানীয় প্রতিভাদের তুলে ধরা হবে ৷ যা গত মরশুম থেকেই শুরু করেছিল পিএসজি ৷

ABOUT THE AUTHOR

...view details