পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিলিয়ার্ডসে 22 বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দুরন্ত রেকর্ড পঙ্কজের - মায়ানমার

আজ মায়ানমারে 22তম বিশ্বখেতাব জিতলেন পঙ্কজ

বিলিয়ার্ডসে 22 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দুরন্ত রেকর্ড পঙ্কজের

By

Published : Sep 15, 2019, 8:47 PM IST

নেপিদও (মায়ানমার), 15 সেপ্টেম্বর : একবার-দু'বার নয় ৷ মোট 22 বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দুরন্ত রেকর্ড গড়লেন পঙ্কজ আদবানি ৷ আজ মায়ানমারে 22তম বিশ্বখেতাব জিতলেন পঙ্কজ ৷ 2014 সালের পর থেকেই বিলিয়ার্ডস বা স্নুকারে কিংবা দুয়েতেই দেশের জন্য সম্মান এনেছেন পঙ্কজ ৷ শর্ট ফর্ম্যাটের বিলিয়ার্ডসে (150-আপ) বিশ্বমানের টুর্নামেন্টে শেষ 6 বছরে এটি তাঁর পঞ্চম জয় ৷

নিজের এই জয়কে 'বিশেষ' বলে উল্লেখ করেছেন পঙ্কজ ৷ 34 বছর বয়সি পঙ্কজ 6-2 স্কোরলাইনে হারালেন স্থানীয় ফেভারিট নে থ্য উ-কে ৷ টাচ অ্যান্ড গো ফর্ম্যাটে জিতে খুশি চ্যাম্পিয়ন ৷ বিরতির আগে 3-0-তে এগিয়ে ছিলেন তিনি ৷

পঙ্কজ বলেন, ''যতবারই আমি নতুন কোনও চ্যাম্পিয়নশিপে অংশ নিই, নতুন করে জয়ের খিদে তাড়া করে আমাকে ৷ আমি চাই জিততে ৷ আমার ভিতরের আগুন যে এখনও মরেনি, এই চ্যাম্পিয়নশিপ তার প্রমাণ ৷''

আজও ম্যাচের শুরু থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য ৷ 2014 সালে ব্রিটেনে পেশাদার সার্কিট ছাড়ার পরেও পঙ্কজের ধার একটুও কমেনি, বলছেন বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details