তুরিন (ইতালি), 20 নভেম্বর: রবিবার রাতে ইতালির জানিক সিনারকে স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের সপ্তম এটিপি ট্যুর ফাইনাল জিতলেন নোভাক জকোভিচ ৷ আর শুধু জিতলেন তা নয়, সেই সঙ্গে কিংবদন্তি রজার ফেডেরারের 6টি এটিপি ট্যুর খেতাব জয়ের রেকর্ড ভাঙলেন জোকার ৷ রবিবার রাতে 6-3, 6-3 স্ট্রেট সেটে ইতালির তরুণ সিনারকে হারিয়েছেন তিনি ৷ 36 বছরেও মাত্র 1 ঘণ্টা 43 মিনিটে প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিলেন সার্বিয়ান মহাতারকা ৷
এই বছরের শুরুটা করেছিলেন দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ৷ তারপর স্প্যানিশ ওপেন জিতে সর্বাধিক 23টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েন নোভাক ৷ স্প্যানিশ বুল রাফায়েল নাদালের 22টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ভেঙেছিলেন তিনি ৷ যদিও তাঁর বিজয়রথ সেখানেই থেমে থাকেনি ৷ সবশেষে যুক্তরাষ্ট্র ওপেন জিতে গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা 24 করেন নোভাক ৷ ড্যানিয়েল মেদভেদেভকে হারিয়ে 24 তম গ্র্যান্ড স্ল্যাম নিশ্চিত করেন তিনি ৷ এ বার মরশুমের শেষটাও করলেন এটিপি ট্যুর চ্যাম্পিয়ন হয়ে ৷
এটিপি ট্যুর ফাইনাল জিতে নোভাক বলেন, ‘‘কোনও সন্দেহ নেই যে, আমার জীবনের অন্যতম সেরা মরশুম ছিল এটা ৷ হোমটাউন হিরো জানিকের বিপক্ষে খেলে জয়ীর মুকুট পরা খুবই অসাধারণ অনুভূতি ৷ জানিক এই পুরো সপ্তাহটা দারুণ টেনিস খেলেছে ৷’’ উল্লেখ্য, টেনিসের চারটি ঐতিহ্যশালী গ্র্যান্ড স্ল্যামের একটিতে এই মরশুমে হারতে হয়েছে জকোভিচকে ৷ 20 বছরের স্প্যানিশ তরুণ আলকারাজের বিরুদ্ধে উইম্বলডনে হেরেছিলেন তিনি ৷ কিন্তু, শনিবার সেমিফাইনালে আলকারাজকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেন ৷