কলকাতা, 14 জুন:নন্দকুমার, বোরহা হেরেরার পরে এবার লাল-হলুদ জার্সিতে নিশু কুমার। গুঞ্জন আগেই ছিল, এবার তাতে সরকারি সিলমোহর পড়ল। কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের জন্য লোনে ভারতীয় উইং-ব্যাককে দলে নিল ইস্টবেঙ্গল। 2018-2019 মরশুমে বেঙ্গালুরু এফসি'র আইএসএল জয়ী দলে ছিলেন নিশুকুমার। আইএসএল জয়ী বেঙ্গালুরু এফসি'র সেই দলের কোচ ছিলেন আবার কার্লোস কুয়াদ্রাত। ফলে ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে বসার পরই কুয়াদ্রাত তাঁর পুরানো ছাত্রকে দলে নেওয়ার পরিকল্পনা শুরু করেন।
দুই উইংয়ে খেলার মুন্সিয়ানা রয়েছে নিশু কুমারের। ফলে তাঁর যোগদান ইস্টবেঙ্গলের রক্ষণকে মজবুত করবে। 25 বছর বয়সি ভারতীয় ডিফেন্ডার ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত। বলেন, "ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগদান করতে পারা আমার কাছে গর্বের। ক্লাবের বিরাট সংখ্যক সমর্থককুল আমার ভালো খেলার মোটিভেশন। আমি ফের কোচ কুয়াদ্রাতের অধীনে খেলার সুযোগ পাচ্ছি এটাও বড় ব্যাপার। উনি আমাকে বেঙ্গালুরু এফসি'তে গড়ে তুলেছিলেন। নতুন মরশুমে আমি অনেক ম্যাচ খেলার সুযোগ পাব। কথা দিচ্ছি সমর্থকদের প্রত্যাশা পূরণে নিজের সেরাটা নিংড়ে দেব।"