কলকাতা, 11 অক্টোবর:এএফসি কাপে মোহনবাগান সুপারজায়ান্টের তৃতীয় ম্যাচের স্থান পরিবর্তনের ইঙ্গিত আগেই ছিল । তাই সত্যি হল ৷ শারদ উৎসবের মাঝে কলকাতায় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব নয় ৷ তাই এএফসি কাপে মোহনবাগান-বসুন্ধরা কিংসের 24 অক্টোবরের ম্য়াচ হচ্ছে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ৷ কেবল স্থান নয়, পরিবর্তন হয়েছে সময়ও । নতুন সূচিতে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা শুরু হবে রাত সাড়ে ন-টায় । যা দেখে বিস্মিত সবুজ-মেরুন সমর্থকরা ।
পুজোর সময় বলে পুলিশ দেওয়া সম্ভব নয়,অগেই জানিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাই যুবভারতীর বদলে খেলা চলে গিয়েছে ওড়িশায় । সেখানেই মোহনবাগানের খেলা শুরু হবে রাত সাড়ে ন'টায় । আগে ঠিক ছিল মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটেয় । কিন্তু সেই ম্যাচ পিছিয়ে হয়েছে রাত সাড়ে ন-টায় । সেইদিন ওড়িশা এফসির এএফসি কাপের ম্যাচও রয়েছে একই স্টেডিয়ামে। ওড়িশা খেলবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের সঙ্গে । সেই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় । তারপর শুরু হবে মোহনবাগান-বসুন্ধরা কিংসের ম্যাচ । মাঝে বেশ কিছুটা সময় রাখা হয়েছে। যদি কোনও কারণে প্রথম ম্যাচ পিছিয়ে যায় তাহলে শেষ করার জন্য সমস্যা বাড়বে । তখন মোহনবাগানের খেলা নিয়ে সমস্যায় পড়তে পারেন সংগঠকরা । তাই বাধ্য হয়ে রাত সাড়ে ন'টা থেকে খেলা হবে বলে জানিয়েছে সংগঠকরা ।