কলকাতা, 1 ডিসেম্বর:এএফসি কাপে স্বপ্নভঙ্গ হলেও আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট অশ্বমেধের ঘোড়া । তাদের বিজয়রথে হায়দরাবাদ এফসি কি রাশ টানবে ? তবে এটা ঠিক, এএফসি কাপে পাঁচ গোলের লজ্জা নিয়ে বিদায়ের সঙ্গে প্রথম একাদশের চার গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট মোহনবাগান সুপার জায়ান্টের অন্দরমহলের ছবিটাই নাড়িয়ে দিয়েছে ।
শনিবার আইএসএলে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন । এই ম্যাচের ফলাফলের ওপরে অনেক কিছু নির্ভর করবে । কোচ ফেরান্দোর ভবিষ্যৎ ৷ কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স আতসকাঁচের তলায় চলে এসেছে । দেওয়াল লিখন পড়তে পেরে বোধহয় সকলেই চুপসে গিয়েছেন । সেই জোশটা পাওয়া যাচ্ছে না । মোহনবাগান কোচ অবশ্য এত কিছু নিয়ে চিন্তা করছেন না । তিনি দলকে কীভাবে ঘুরে দাঁড় করানো যায় সেই ভাবনায় ডুবে রয়েছেন। যেকোনও মুল্যে দলকে পুরনো ছন্দে নিয়ে যেতে মরিয়া ।
ফেরান্দো বলছিলেন, ‘আমরা ওড়িশা ম্যাচেও লড়াইয়ে ফিরে এসেছিলাম । দু'গোল শোধ করেছিলাম । তিন নম্বর গোলও হয়ে যেত। কিন্তু শেষ মুহূর্তে আরও দু'গোল খেয়ে যেতে হয় । এই ব্যাপারটায় নজর রাখতে হবে । ছন্দপতন হতে দেওয়া যাবে না ।’ প্রায় একইসঙ্গে যোগ করেছেন, "পেশাদার ফুটবলারদের জীবনে জয়-পরাজয় থাকে । যেটা ঘটে গিয়েছে তা নিয়ে চিন্তা না করে সামনের দিকে তাকাতে হয় । কারণ যা ঘটে গিয়েছে তা ফিরবে না । বরং যা হাতে রয়েছে তা যাতে হাতছাড়া না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। ওড়িশা ম্যাচের স্মৃতি ভুলে আমাদের এই ম্যাচের তিন পাওয়ার জন্য ঝাঁপাতে হবে। ওই ম্যাচে যে ভুল হয়েছে তা শুধরে নিয়ে সেরাটা দিতে হবে। ফুটবলারদের আইএসএলের খেতাবের দৌড়ে থাকতে এই ম্যাচে জয় জরুরি ।"
এএফসি কাপ আর আইএসএল এক নয় । আইএসএল ম্যারাথন লিগ । মোহনবাগান সুপারজায়ান্ট গতবারের চ্যাম্পিয়ন । এই মুহূর্তে তারা অপরাজিত । হয়ত একটা হার-জিতে বড় কিছু বদল হবে না । কিন্তু পাঁচ গোলের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান । কারণ জয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি । পাশাপাশি লক্ষ্য একটাই, ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা মনোভাবে ফিরিয়ে নিয়ে আসা । ঘুরে দাঁড়ানোর জন্য হায়দরাবাদ অবশ্যই ‘সহজ’ প্রতিপক্ষ । অন্তত পরিসংখ্যান এবং পারফরম্যান্স তাই বলছে ।
লিগ টেবলে এই মুহূর্তে সবার শেষে রয়েছে হায়দরাবাদ । সাত ম্যাচে একটা জয়ও আসেনি । তিনটে ড্র । তারাও মরিয়া ঘুরে দাঁড়াতে । ঘরের মাঠে খেলা । শুরু থেকেই আক্রমণে ঝাঁপাতে চায় হায়দরাবাদ । যদিও প্রতিপক্ষের এই অগোছালো অবস্থা দেখে জুয়ান ফেরান্দো সতর্ক, গলায় সমীহর সুর । বাগানের হেডস্যর বলছেন, "গত দুটো ম্যাচে হায়দরাবাদ খুব একটা সুযোগ পায়নি । তবে ওরা ভালো খেলেছে । দলটাও ভালো । একই পরিকল্পনা একই ছক বজায় রেখে খেলে চলেছে । তাই আমাদের জন্য ম্যাচটা কঠিন হবে । লিগে অ্যাওয়ে ম্যাচ সবসময়ই কঠিন ।”
মোহনবাগান সুপারজায়ান্ট থিঙ্কট্যাঙ্কের চিন্তা বাড়িয়েছে চোট-আঘাত । আশিক কুরুনিয়ান, আনোয়ারের চোট দীর্ঘকালীন । মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতোস চোটের কারণে বাইরে । তাদের খেলার ব্যাপারে প্রশ্ন করলেই জুয়ান ফেরান্দো কথার প্যাঁচে ঘোরাচ্ছেন । বলছেন, "নেই অনেকেই । সেটা কোনও অজুহাত হতে পারে না । হায়দরাবাদ ম্যাচে ঘুরে দাঁড়াতে দলের বাকি সকলকে বাড়তি দায়িত্ব নিতে হবে ।" বাড়তি দায়িত্ব নেওয়ার যে ডাক কোচ দিয়েছেন তা দলের কাছে ওয়েক-আপ কল । সত্যিই দল ঘুরে দাঁড়ালো কি না তা নিজামের শহরে মোহনবাগান সুপারজায়ান্টের পারফরম্যান্সই উত্তর দেবে ।
আরও পড়ুন: