পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

MBSG Coach Juan Fernando: আরও একবছর ফেরান্দোই নাবিক, স্প্যানিশ কোচের চুক্তি বাড়িয়ে অনুশীলনের দিনঘোষণা বাগানের - এএফসি কাপ

কোচ হিসেবে জুয়ান ফেরান্দোর সঙ্গে আরও একবছরের জন্য চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ মঙ্গলে এল নয়া ঘোষণা ৷

MBSG Coach Juan Fernando ETV BHARAT
MBSG Coach Juan Fernando

By

Published : Jun 13, 2023, 5:20 PM IST

কলকাতা, 13 জুন: আইএসএল ট্রফি জেতানোর পুরস্কার পেলেন জুয়ান ফেরান্দো ৷ মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হিসেবে ফেরান্দোকে আরও একবছর রাখার সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট ৷ তিনি যে কোচের চেয়ারে থাকছেন, তা এটিকে মোহনবাগানকে আইএসএল ট্রফি জেতানোর দিনেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ এদিন, অর্থাৎ মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ তার অফিসিয়াল ঘোষণা করল ৷

নতুন মরশুমে ফের আইএসএল-এ ভালো ফল করা লক্ষ্য মেরিনার্সদের ৷ তার আগে এএফসি কাপে ভালো ফলের লক্ষ্যে দ্রুত অনুশীলন শুরু করতে চায় মোহনবাগান সুপার জায়ান্টস ৷ চুক্তি বাড়ানোর পর 15 জুলাই থেকে জুয়ান ফেরান্দো মাঠে নামছেন ৷ ব্র্যান্ডন হামিল, দিমিত্রি পেত্রাতোসদের নিয়ে 15 জুলাই থেকে অনুশীলন শুরুর কথাও ঘোষণা করা হল এদিন ৷ যদিও এএফসি কাপের সূচি এখনও ঘোষণা হয়নি ৷ গতবছর আইএসএল ট্রফি আসলেও এএফসি কাপে ব্যর্থ হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ এবার এএফসি কাপেও সফল হতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ৷

এশীয় পর্যায়ে ভালো ফল করাই লক্ষ্য বলে সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে ৷ ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, “জুয়ানের সঙ্গে নতুন মরশুমে চুক্তি পুনর্নবীকরণ করতে পেরে আমরা খুশি ৷ জুয়ান গতবছর আমাদের আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন করেছে ৷ নতুন মরশুমে আমরা আরও বেশি সফল হব, সেই আশা করছি ৷’’ অন্যদিকে, আবারও সবুজ-মেরুন কোচের হটসিটে বসতে পেরে খুশি জুয়ান ফেরান্দো ৷ 2023-24 মরশুমে আরও বেশি সাফল্য পেতে দলকে তৈরি করতে চান বলে জানিয়েছেন স্প্যানিয়ার্ড ৷

আরও পড়ুন:এটিকে বিদায়ে সরকারি সিলমোহর, বোর্ডের সর্বসম্মতিতে পয়লা জুন থেকে মোহনবাগান 'সুপার জায়ান্টস'

জুয়ান ফেরান্দো বলেন, “নয়া মরশুমে আরও ভালো ফল করার প্রতিশ্রুতি দিচ্ছি ৷ গতবছর আইএসএল ট্রফি জয়ের পর, সদস্য সমর্থকদের কাছে আমাদের দায়িত্ব ও প্রত্যাশা আরও বেড়েছে ৷ আইএসএল ট্রফি ধরে রাখার চেষ্টা করব ৷ পাশাপাশি এএফসি কাপে ভালো ফল করাই আমাদের লক্ষ্য থাকবে ৷ তার জন্য 15 জুলাই থেকে প্র্যাকটিস শুরু করব ৷ তার আগে ফুটবলাররা শহরে চলে আসবেন ৷” ইতিমধ্যে কলকাতা লিগের প্রস্তুতিতে নেমে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্টস ৷ কোচ বাস্তব রায়ের অধীনে ডেভলপমেন্ট লিগে অংশ নেওয়া ফুটবলাররা অনুশীলন শুরু করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details