কলকাতা, 19 সেপ্টেম্বর: দাপটে কলিঙ্গ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। এএফসি কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসিকে 4-0 গোলে উড়িয়ে দিল জুয়ান ফেরান্দোর দল। দিমিত্রি পেত্রাতোসের জোড়া গোলের পাশে স্কোরবোর্ডে নাম লিস্টন কোলাসোর। সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট। কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচে প্রথমার্ধে খেলার নিরিখে অ্যাডভান্টেজ জুয়ান ফেরান্দোর দল।
ডুরান্ড কাপে ধীরে ধীরে সবুজ মেরুনের পারফরম্যান্সে বোঝাপড়া গড়ে উঠছিল। এএফসি কাপের ম্যাচে যেন তারই উজ্বল প্রকাশ। প্রথম থেকেই হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা ম্যাচের নিয়ন্ত্রক। চোট জনিত অনিশ্চয়তা সরিয়ে প্রথম একাদশে শুভাশিস বসু। পাঁচ বিদেশি নিয়ে দল সাজিয়ে ছিলেন জুয়ান ফেরান্দো। আর্মান্দো সাদিকুকে মাঝমাঠে ডিথেন্সিভ ব্লকার করে রক্ষণ সামলানোর ভার ব্র্যান্ডন হামিল এবং আনোয়ার আলিকে দিয়েছিলেন। হুগো বুমোস, আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসে আক্রমণ এবং মাঝমাঠের ভার দিয়েছিলেন।
অন্যদিকে, সার্জিও লোবেরোর দল নামের ভারে জর্জরিত। মুর্তাদা ফল এবং জাহু মুম্বই সিটি এফসি থেকে ওড়িশা এফসিতে যোগ দিয়েছেন। বেঙ্গালুরু এফসি থেকে যোগ দিয়েছেন রয় কৃষ্ণ। কিন্তু এই তিন বিদেশি এখন অতীতের ছায়া। বিশেষ করে রয় কৃষ্ণ। যে আগ্রাসী ফুটবল ফিজিয়ান স্ট্রাইকারের পায়ে ছিল, তা অতীত মাত্র। এর ওপর বিরতির আগে 43 মিনিটে মুর্তাদা ফলের লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়া মোহনবাগান সুপার জায়ান্টের সুবিধা করে দেয়। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে গোল করে এগিয়ে যায় সবুজ মেরুন।