ফতোরদা, 29 জানুয়ারি :নতুন তারার উদয় দেখল আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি (ISL Kolkata Derby )। হ্যাটট্রিক করে মোহনবাগানকে জেতালেন কিয়ান নাসিরি ৷ ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণাকে ছাড়াই মাঠে নেমেছিল মোহনবাগান ৷ তাঁর অভাব ঢেকে দিলেন ময়দানের প্রাক্তন তারকা জামশেদ নাসিরির ছেলে ৷ ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে দলকে জয়ের স্বাদ এনে দিলেন বছর একুশের এই তরুণ ৷ আইএসএল-এর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ডও এখন তাঁর দখলে ৷
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ড্যারেন সিডোয়েল ৷ দশ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন কিয়ান । পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিক করার নজির ভারতীয় ফুটবলে নেই । সেদিক থেকে বাইচুং-চিডিদের পাশে বসে পড়লেন এই তরুণ ফুটবলার ।
গত দেড় মরসুম ধরে ডার্বি মানেই এসসি ইস্টবেঙ্গলের অসহায় আত্মসমর্পণ । চলতি আইএসএলে প্রথম ডার্বিতে লাল-হলুদ বিরতির আগেই গোল হজম করেছিল । এদিন যদিও ছবিটা বদলাল । শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের ধাক্কা সরিয়ে সবুজ-মেরুন রক্ষণের ওপর চাপ বাড়ালো পেরিসেভিচ-সিডোয়েলরা । এমনকি দু'বার গোল মুখ খুলে ফেলেছিল পদ্মাপাড়ের ক্লাব । দুটো ক্ষেত্রেই মার্সেলো ফিনিস করতে পারলে ইস্টবেঙ্গল এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করতে পারত ।