পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

All England Championships : ‘লক্ষ্যভেদ’ হল না, অল ইংল্যান্ডে রানার্স লক্ষ্য সেন

স্ট্রেট গেমে (10-21, 15-21) হেরে অল ইংল্যান্ডে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল বিশ্বের 12 নম্বর শাটলার লক্ষ্য সেনকে (Lakshya Sen loses in Final of All England Badminton Championships) ৷

Lakshya Sen
অল ইংল্যান্ডে রানার্স লক্ষ্য সেন

By

Published : Mar 20, 2022, 11:07 PM IST

Updated : Mar 21, 2022, 9:45 AM IST

লন্ডন, 20 মার্চ :জার্মান ওপেন সেমিফাইনালের পুনরাবৃত্তি ঘটাতে পারলে অল ইংল্যান্ড থেকে 21 বছর পর সোনা আসত দেশে ৷ কিন্তু লক্ষ্যপূরণ হল না ৷ রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন-কে ৷ টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী এবং টুর্নামেন্টের প্রথম বাছাই ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে স্ট্রেট গেমে 10-21, 15-21 হেরে সোনা হাতছাড়া হল লক্ষ্য সেনের (Lakshya Sen loses in Final of All England Badminton Championships) ।

প্রথম গেমে 10-21 হেরে বসেন জার্মান ওপেনে রুপো জয়ী লক্ষ্য । দ্বিতীয় গেমেও পিছিয়ে পড়ে একসময় পরপর তিন পয়েন্ট নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন তিনি ৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অ্যাক্সেলসেনের অসাধারণ স্ম্যাশ । আর ম্যাচে ফিরতে পারেননি লক্ষ্য । দ্বিতীয় গেম হারেন 15-21 ব্যবধানে ৷ মাত্র 43 মিনিটে ম্যাচ হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতীয় শাটলারের ।

2015 সালে শেষবার অল ইংল্যান্ডের ফাইনালে উঠেছিলেন সাইনা নেহওয়াল ৷ তারপর থেকে এই প্রেস্টিজিয়াস ইভেন্টের ফাইনালের ঘরে পা দিতে পারেনি কোনও ভারতীয় ৷ সোনা আনতে না পারলেও এই প্রজন্মের শাটলার লক্ষ্য সেটাই করে দেখিয়েছেন ৷ ইতিহাস গড়তে পারলে প্রকাশ পাড়ুকোন, গোপীচাঁদের সঙ্গে একাসনে বসতে পারতেন তিনি ৷

আরও পড়ুন : ফাইনালে 'লক্ষ্যভ্রষ্ট' লক্ষ্য সেন, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে

গত বছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে ফেরেন ব্রোঞ্জ হাতে ৷ এরপর নতুন বছরের প্রথমদিকে ইন্ডিয়া ওপেনের ফাইনাল জেতেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউ-কে হারিয়ে ৷ সেটাই লক্ষ্যের প্রথম সুপারসিরিজ জয় ৷ জার্মান ওপেনের সেমিতে লক্ষ্যের শিকার হন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসন ৷

Last Updated : Mar 21, 2022, 9:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details