প্যারিস, 1 মার্চ: প্রয়াত ফরাসি ফুটবল গ্রেট জাঁ ফঁতে ৷ 1958 ফুটবল বিশ্বকাপে যিনি 13টি গোলের রেকর্ড করেছিলেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর (Just Fontaine Passed Away) ৷ ফঁতের প্রাক্তন ক্লাব রেইমস বুধবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ৷ ফঁতে 1958 সুইডেন বিশ্বকাপে মাত্র ছ'ম্যাচে 13 গোলের কীর্তি গড়েছিলেন ৷ একটি বিশ্বকাপে এত গোলের নজির আজও অক্ষত ৷ সেবার তাঁকে শেষ মুহূর্তে সুযোগ দেওয়া হয়েছিল দলে ৷ বিশ্বকাপের আগে মরক্কান বংশোদ্ভূত ফঁতের ফ্রান্সের বাইরে সেই অর্থে বিশেষ পরিচিতি ছিল না ৷
তা সত্ত্বেও বিশ্বকাপের মঞ্চে নিজের গতি এবং ফিনিশিংয়ে প্রতিপক্ষকে তছনছ করে দিয়েছিলেন ফঁতে ৷ তাও আবার অন্য কারও বুট পরে খেলতে নেমে ৷ অনুশীলনে নিজের বুট নষ্ট হওয়ার পরে তাঁকে একজোড়া ক্লিট ধার করতে হয়েছিল ৷ ওয়েস্ট জার্মানির বিরুদ্ধে তৃতীয়স্থানের লড়াইয়ে 4 গোল করেছিলেন তিনি ৷ ওই ম্যাচে পাঁচ গোলও করতে পারতেন তিনি, যদি পেনাল্টি নষ্ট না-করতেন ৷ একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য পরবর্তী সময়ে গোল্ডেন বুটের স্বীকৃতি পেয়েছেন ৷ সেই সময় ফিফা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার জন্য কোনও পুরস্কার দিত না ৷