পানাজি, 30 জানুয়ারি : ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা একচুলও সুযোগ দিচ্ছে না ৷ তোমাকেই খেলা ঘোরাতে হবে ৷ এমনই কোনও মন্ত্রে গুরুদায়িত্ব সঁপে শনিবার আনকোরা ছেলেটাকে হয়তো মাঠে নামিয়েছিলেন তিনি ৷ তাঁর পরিকল্পনা যে এভাবে বাস্তবায়িত হবে ভাবেননি এটিকে মোহনবাগাব কোচ জুয়ান ফেরান্দো ৷ পঁচিশ মিনিট মাঠে থেকে হ্যাটট্রিক করে ডার্বির নতুন নায়ক জামশিদ নাসিরি-পুত্র কিয়ান নাসিরি । তাঁর কীর্তির পর কিয়ানকে নিয়ে প্রশংসার বন্যা ফুটবল মহলে । নতুন তারকার সাফল্যে উচ্ছ্বাস চেপে রাখেননি বাগান কোচও (Juan Ferrando praises Kiyan Nassiri after Derby win) ।
কিয়ানের পিতৃপরিচয় জানেন স্প্যানিশ কোচ ৷ কিন্তু দীপক টাংরিকে তুলে নিয়ে কিয়ানকে নামানো সম্পূর্ণ কৌশলগত পরিবর্তন ছিল, ম্যাচ শেষে জানালেন ফেরান্দো । উচ্ছ্বসিত বাগান কোচ বলেন, "আমি ওকে ফলস নাইনের মতো ব্যবহার করতে চেয়েছিলাম । সফল হওয়ায় খুশি। অনুশীলনে প্রচুর পরিশ্রম করে ছেলেটা । উন্নতিও করেছে অনেক । এই সাফল্য পরিশ্রমেরই ফসল ৷" পিছিয়ে পড়েও দুরন্ত জয়ে আনন্দে উদ্বেলিত সমর্থকরা । জুয়ান ফেরান্দো তাই জয়টা সমর্থকদেরই উৎসর্গ করলেন । ডেভিড উইলিয়ামসকে পেনাল্টি নষ্ট করার জন্য কাঠগড়ায় তুলতে রাজি নন । বরং পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন এফসি গোয়ার প্রাক্তন কোচ ।