দিল্লি, 10 ফেব্রুয়ারি : বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পাকিস্তান সফরে গেছে ভারতের একটি কবাডি টিম ৷ শুনে হতভম্ব ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷ বিষয়টি নিয়ে পুরোপুরি অন্ধকারে IOA ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে IOA প্রধান নারিন্দর বাত্রা বলেছেন, কারা পাকিস্তানে গেছে সেই বিষয়ে বিন্দু-বিসর্গও জানেন না তিনি ৷
এই প্রথমবার কবাডি বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে পাকিস্তান ৷ সেই প্রতিযোগিতায় অংশ নিতে ওয়াঘা বর্ডার পার করে ভারতীয় ওই কবাডি টিম পড়শি দেশে পৌঁছেছে ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ৷ অথচ এই বিষয়ে ক্রীড়ামন্ত্রকের কাছে কোনও তথ্যই নেই ৷ বিদেশ সফরের জন্য ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথা বলতে হয় জাতীয় স্পোর্টস ফেডারেশনকে ৷ তাদের পক্ষ থেকে ভারতীয় কবাডি দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য কোনও অনুমতিই দেওয়া হয়নি ৷ তাহলে ভারতীয় টিম হিসেবে পাকিস্তানে যাঁরা খেলতে গেলেন, তাঁরা কারা?
IOA চিফ নারিন্দর বাত্রা তো আকাশ থেকে পড়েছেন ৷ তাঁর কথায়, "IOA তো নয়ই, ফেডারেশনও কোনও টিমকে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয়নি ৷ 60 বা 100 জনের যে টিম গেছে সে বিষয়ে কোনও ধারণা নেই আমাদের ৷ IOA-এর সদস্য কবাডি ফেডারেশনও নিশ্চিত করেছে যে তারা কাউকেই পাঠায়নি ৷ আমি ক্রীড়ামন্ত্রকের বিবৃতি দেখেছি ৷ যা নিশ্চিত করে যে তারা কাউকে অনুমোদন দেয়নি ৷ সুতরাং যারা পাকিস্তান গেছে তারা যে কারা এবং আসল ঘটনাটা যে কী, তার কিছুই জানি না ৷"
ভারতীয় দলকে বিদেশ সফরে যেতে হলে বেশ কিছু পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় ৷ জাতীয় স্পোর্টস ফেডারেশন প্রথমে বিষয়টি ক্রীড়ামন্ত্রককে জানায় ৷ এরপর রাজনৈতিক ছাড়পত্রের জন্য বিদেশমন্ত্রক এবং সিকিউরিটির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়া হয় ৷ অবশিষ্ট কাজ সরকারের ৷
দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে ৷ বহুদিন ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় ৷ 2020 এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত ৷ এই অবস্থায় ক্রীড়ামন্ত্রককে পুরোপুরি অন্ধকারে রেখে ভারতীয় কবাডি টিমের পাকিস্তানে যাওয়া হইচই ফেলে দিয়েছে ৷