হ্য়াংঝাউ, 4 অক্টোবর:এশিয়ান গেমসের হকিতে ফাইনালে উঠেছে ভারত। বুধবার সেমিফাইনালে তারা 5-3 গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। পাশাপাশি রুপোতেই চিনের কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছে লভলিনাকে ৷ এশিয়ান গেমসের একাদশ দিনে আজ একাধিক ইভেন্ট থেকে পদক এসেছে ৷ পুরুষদের সিঙ্গলসের স্কোয়াশের ফাইনালে পৌঁছেছেন সৌরভ ঘোষাল ৷ চলতি এশিয়াডের এগারো দিনের শেষে ভারতের পদক সংখ্য়া দাঁড়াল 81টি ৷
এশিয়ান গেমসে প্রথম পদক জিতেছেন লভলিনা বর্গহোয়াইন। তবে তা সোনা হয়নি। 75 কেজি বিভাগের ফাইনালে চিনের কাছে হেরে রুপো পান ভারতের তারকা বক্সার। যিনি 2021 সালের টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। আর এবার ইতিমধ্যে প্যারিস অলিম্পিক্সের টিকিট 'কনফার্ম' করে ফেলেছেন।
এর পাশাপাশি আজ, বুধবার ভারত হকির সেমিফাইনালে 5-3 গোলে হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, হার্দিক সিং, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক ৷ ফাইনালে ভারত খেলবে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
এদিন পুরুষদল কবাডিতে ভারত থাইল্যান্ডে হারায় 63-26 ৷ ম্যাচ প্রথম থেকেই হয় একপেশে ৷ অন্যদিকে, মেয়েদের দলও থাইল্যান্ডকে (54-22) পয়েন্টে হারায় ৷
অন্যদিকে, বাংলার পুত্র সৌরভ ঘোষাল এশিয়ান গেমসের স্কোয়াশের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন আজ। যিনি 2006 সাল থেকে প্রতিটি এশিয়ান গেমসের সিঙ্গলসে পদক জিতেছেন। তবে কোনওদিন সোনা আসেনি। তিনবার ব্রোঞ্জ পেয়েছেন। একবার রুপো জিতেছেন। এবার সোনা জিততে মরিয়া 37 বছরের 'যুবক'। বুধবার সেমিফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ চি হি হেনরিকে নিয়ে পুরোপুরি ছেলেখেলা করেন কলকাতার ছেলে। প্রথম দুটি গেমে তো প্রতিপক্ষকে দাঁড়াতেই পারেননি। তৃতীয় গেমে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন হংকংয়ের খেলোয়াড়। তবে সৌরভকে ছিটেফোঁটা চাপে ফেলতে পারেননি। খেলার ফল 11-2, 11-1, 11-6।
এর আগে জাকার্তা এশিয়ান গেমসে 2018 সালে, ভারত 16টি সোনা-সহ 70টি পদক জিতেছিল। 2023-এর হ্যাংঝাউ এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত 81টি পদকের মধ্যে 18টি সোনা, 31টি রুপো এবং 32টি ব্রোঞ্জ পদক রয়েছে। এখনও 3দিন বাকি এশিয়ান গেমস। এরই মধ্যে অনেক গুলো খেলাতেই ভারতের পদক জেতার সম্ভাবনা আছে। এখনও 20টি পদক আসতে পারে ভারতের ঝুলিতে ৷ 100 থেকে আর মাত্র 19টি পদক দূরে ভারত।তাই বলা যেতে পারে এবারের এশিয়ান গেমসে 100টিরও বেশি পদক জিততে পারেন ভারতীয় ক্রীড়াবিদরা।
আরও পড়ুন:কয়েক মিনিটের ব্যবধানে ফের সোনা ভারতের ঝুলিতে; এবার পদক পুরুষদের রিলেতে