নয়াদিল্লি, 18 জানুয়ারি: ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের ডোপ নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে (Indian Sprinter Dutee Chand Tests Positive for Prohibited Substances) ৷ আর তারপরেই জাতীয় স্তরের এই অ্যাথলিটকে সাময়িকভাবে সাসপেন্ড করল ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি ৷ তাঁর ডোপ পরীক্ষার রিপোর্টে নিষিদ্ধ ড্রাগের কথা উল্লেখ রয়েছে ৷ প্রতিযোগিতার বাইরে এই ডোপ পরীক্ষা করানো হয়েছিল ৷ গত বছর 5 ডিসেম্বর ভুবনেশ্বরে জাতীয় এই অ্যাথলিটের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি বা নাডা-র বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আপনাকে জানাচ্ছি যে, আপনার নমুনা এনডিটিএল বা ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডা-র ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ল্যাবরেটরিস নির্ধারিত পদ্ধতি অনুসারে পরীক্ষা করা হয়েছে ৷ সেই রিপোর্টে অস্বাভাবিক এবং ক্ষতিকর কিছু পদার্থ পাওয়া গিয়েছে ৷’’ মূলত আন্ডারিন, অস্টারিন ও লিগ্যান্ড্রোল এই তিনধরনের নিষিদ্ধ ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির ল্যাবের পরীক্ষায় পাওয়া গেছে ৷ যা ওয়াডা-র নির্ধারিত নির্দেশিকায় নিষিদ্ধ ৷ যার পরেই দ্যুতি চাঁদকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে ৷