কলকাতা, 24 জুন : দক্ষিণ কোরিয়ার জানওয়ানে 9 জুলাই থেকে শুরু হতে চলেছে আইএএএফ শুটিং বিশ্বকাপ । ভারতীয় দল বিশ্বকাপের রেঞ্জে ভাল ফল করতে মরিয়া । একই সঙ্গে আত্মবিশ্বাসীও । তিনবছর পরে ভারতীয় দলে ফিরছেন বাংলার মেহুলি ঘোষ । এই মুহূর্তে মেহুলি গগন নারাংয়ের 'গান ফর গ্লোরি' শুটিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ।
মূলত জয়দীপ কর্মকারের কোচিংয়ে পাদপ্রদীপে আসা মেহুলি উন্নততর কোচিংয়ের স্বার্থেই গুরুকুল বদল । সুরেন্দ্র সিং মেমোরিয়াল শুটিং প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করে মেহুলি স্বয়ং জাতীয় দলের হয়ে ভাল কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী(Indian Shooting Team Coach Joydeep Karmakar is Happy for Comeback of Mehuli Ghosh)। এই বিষয়ে ভারতীয় দলের কোচ জয়দীপ কর্মকার বলেন, "অক্টোবর মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে । আশা করছি ভাল কিছু করতে পারব । কারণ এই দেশে প্রতিভার অভাব নেই । মানসিকতার বদল করে সেরাটা বের করে নিয়ে আসাই আমার কাজ হবে ।"