পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Joydeep Karmakar on Mehuli Ghosh: মেহুলির প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন কোচ জয়দীপ কর্মকার

সামনেই আইএএফ শুটিং বিশ্বকাপ ৷ আর এতেই তিন বছর পর জাতীয় দলে কামব্যাক করছেন বাংলার শুটার মেহুলি ঘোষ(Joydeep Karmakar on Mehuli Ghosh)৷ এই সব বিষয় নিয়েই ভারতীয় দলের জয় নিয়ে আত্মবিশ্বাসী কোচ জয়দীপ কর্মকার ৷

mehuli ghosh
মেহুলি ঘোষ

By

Published : Jun 24, 2022, 10:30 PM IST

কলকাতা, 24 জুন : দক্ষিণ কোরিয়ার জানওয়ানে 9 জুলাই থেকে শুরু হতে চলেছে আইএএএফ শুটিং বিশ্বকাপ । ভারতীয় দল বিশ্বকাপের রেঞ্জে ভাল ফল করতে মরিয়া । একই সঙ্গে আত্মবিশ্বাসীও । তিনবছর পরে ভারতীয় দলে ফিরছেন বাংলার মেহুলি ঘোষ । এই মুহূর্তে মেহুলি গগন নারাংয়ের 'গান ফর গ্লোরি' শুটিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ।

মূলত জয়দীপ কর্মকারের কোচিংয়ে পাদপ্রদীপে আসা মেহুলি উন্নততর কোচিংয়ের স্বার্থেই গুরুকুল বদল । সুরেন্দ্র সিং মেমোরিয়াল শুটিং প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করে মেহুলি স্বয়ং জাতীয় দলের হয়ে ভাল কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী(Indian Shooting Team Coach Joydeep Karmakar is Happy for Comeback of Mehuli Ghosh)। এই বিষয়ে ভারতীয় দলের কোচ জয়দীপ কর্মকার বলেন, "অক্টোবর মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে । আশা করছি ভাল কিছু করতে পারব । কারণ এই দেশে প্রতিভার অভাব নেই । মানসিকতার বদল করে সেরাটা বের করে নিয়ে আসাই আমার কাজ হবে ।"

নিজের দল ও ছাত্রী মেহুলকে নিয়ে অকপট কোচ জয়দীপ কর্মকার

জাতীয় দলে ফের ছাত্রী মেহুলিকে কোচিং করানোর সুযোগ নিয়ে জয়দীপ বলেন, "মেহুলি যেভাবে ভাল পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরে এসেছে তার প্রশংসা করতেই হয়। যদি কোনও ব্যাডপ্যাচ থেকে থাকে তা কাটিয়ে উঠেছে আশা করি । হায়দরাবাদে গগন নারাংয়ের কাছে কোচিং করতে যাওয়ার সিদ্ধান্ত ওর একেবারেই নিজস্ব । আশা করছি ওর প্রত্যাবর্তন স্মরণীয় হবে ।"

আরও পড়ুন :কীভাবে চলছে অলিম্পিকের প্রস্তুতি, এক্সক্লুসিভ মেহুলি

ABOUT THE AUTHOR

...view details